খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪

বিতর্কিত সাইট বেট উইনার নিউজের সাথে চুক্তি বাতিল করলেন সাকিব

0

অবশেষে ঘাটের পানি অনেক দূর গড়ানোর পর অনলাইন বেটিং সাইট বেট উইনারের অঙ্গ প্রতিষ্ঠান ‘বেটউইনার নিউজের’ সঙ্গে চুক্তি বাতিল করেছে বলে; বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মৌখিকভাবে জানিয়েছেন সাকিব আল হাসান। তবে এখনো লিখিত চিঠি দেননি তিনি।

বিসিবির এক শীর্ষস্থানীয় পরিচালকের উদ্ধৃত দিয়ে অনলাইন নিউজ পোর্টাল রাইজিং বিডি বলছে, ‘সে (সাকিব) বলেছে আমি উইথড্র (বাতিল) করছি। তবে এখনও সে চিঠি দেয়নি, আমরা অপেক্ষা করছি চিঠির জন্য। সাকিব চুক্তি বাতিল করলে একরকম সিদ্ধান্ত, আর বাতিল না করলে আরেক রকম। আমরা এখন চিঠির অপেক্ষায় আছি।’

এর আগে আজ বৃহস্পতিবার ধানমন্ডিস্থ বেক্সিমকো কার্যালয়ে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন গণমাধ্যমের মুখোমুখি হয়ে; সাকিবের ‘বেটউইনার নিউজের’ সঙ্গে চুক্তি বাতিল না করার ব্যাপারে কঠোর হুশিয়ারি দেন। এমনকি জাতীয় দল থেকেি ছিটকে ফেলার ইঙ্গিত দেন।

‘আমরা তাকে একটি চিঠি দিয়েছি। গতকাল তার চিঠির উত্তর দেওয়া হয়েছিল। শুনেছি, আজ সে জানাবে। আজ জানাক, দেখি তারপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব। তবে এতটুকু বলে রাখছি, বেটিং-সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে সম্পর্ক রাখলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না।’

উল্লেখ্য, গত ২ আগস্ট নিজের ফেসবুক ওয়ালে পোস্ট দিয়ে বেট উইনার নিউজের সঙ্গে শুভেচ্ছাদূত হিসেবে আনুষ্ঠানিক চুক্তির বিষয়টি জানান। জানা যাচ্ছে, প্রায় ১০ কোটি টাকার বিনিময়ে তিনি এই চুক্তি করেছেন বেট উইনার নিউজের সঙ্গে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy