রবিনহোর জোড়া গোলে আবাহনীকে হারাল বসুন্ধরা কিংস
আগের ম্যাচেই সাইফ স্পোর্টিংকে হারিয়ে টানা তৃতীয় বারের মত লিগ টাইটেল জেতা বসুন্ধরা কিংস। নিয়ম-রক্ষার ম্যাচে আবাহনীর বিপক্ষে আজ মাঠে নামে চ্যাম্পিয়নরা। বসুন্ধরার কাছে ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতার হলেও মর্যাদার লড়াইয়ে আকাশী-নীল এক বিন্দুও ছাড় দেয়নি অস্কার ব্রুজোন শিষ্যরা।
রাজধানীর বসুন্ধরা কিংস এরেনায় সোমবার আবাহনী লিমিটেডকে ৩-২ ব্যবধানে হারায় বসুন্ধরা কিংস। জোড়া গোল রবিনহোর, এক গোল করেন নুহা মারং। আবাহনীর হয়ে দুটি গোল শোধ দেন রাকিব হোসেন ও রাফায়েল অগোস্তো।
ম্যাচের শুধু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা বসুন্ধরা কিংস গাম্বিয়ান নুহা মারংয়ের গোলে ম্যাচের ২০ মিনিটে লিড নেয়। এরপর প্রথমার্ধের ইনজুরি সময়ে আবাহনীর রাকিব বক্সের মধ্যে প্রবেশ করে কোনাকুনি শটে গোল করে ম্যাচে সমতা আনেন। দ্বিতীয়ার্ধে আবাহনী জয়ের চেষ্টা করেছে শুরুতেই। তবে আবাহনীর কাছ থেকে ম্যাচটি ছিটকে দেন কিংসের ব্রাজিলিয়ান রবসন রবিনহো।
ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে নেমে জোড়া গোল করে বসেন এই ব্রাজিলিয়ান। ম্যাচের ৭১তম ও অতিরিক্ত সময়ে গোল করে কিংস সমার্থকদের জয়ের আনন্দে ভাসান রবিনহো।
কিংসকে হারিয়েই মৌসুম শুরুর টুর্নামেন্ট স্বাধীনতা কাপ জিতেছিল আবাহনী। মারিও লেমোসের দল পরে জেতে ফেডারেশন কাপও। কিন্তু লিগে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো আকাশী-নীল জার্সিধারীদের।