মেসিকে বার্সায় চাই: জাভি
অর্ধেক বেতনে থাকতে চেয়েছিলেন প্রিয় ন্যু-ক্যাম্পে। তবুও লিওনেল মেসির ঠাঁই হয়নি বার্সেলোনায়। স্প্যানিশ লা লিগার বেতন কাঠামোর সীমাবদ্ধতার অজুহাতে আর্জেন্টাইন সুপারস্টারকে বিদায় করেছে কাতালানরা।
কান্না বিজড়িত কণ্ঠে বার্সা ত্যাগ করা মেসি হাসিমুখে জড়িয়ে নিয়েছিলেন পিএসজির ৩০ নম্বর জার্সি। সেখানে তিনি যোগ দেন দুই বছরের চুক্তিতে। এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে আগামী বছরের জুনের শেষ দিকে।
এরপর মেসির ভবিষ্যৎ কী? এ নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে আলোচনা। আপাতত এই মৌসুমটা প্যারিসে থেকে যেতে চান এলএম১০। এরপর আর না!
তবে ফরাসি সংবাদ মাধ্যম জানাচ্ছে, লিওনেল মেসিকে আরো এক বছরের জন্য অর্থাৎ ২০২৪ সালের জুন পর্যন্ত পিএসজিতে রাখতে চায়। যদিও হ্যাঁ না কিছুই বলেননি লিও।
এদিকে গুঞ্জন উঠেছে, মেসির আবেগ মিশ্রিত ক্লাব বার্সেলোনাও তাকে ফেরাতে উঠে পড়ে লেগেছে। সম্প্রতি বার্সা সভাপতি লাপোর্তার এক বক্তব্য যেনো আগুনে ঘি ঢাললেন। জানিয়েছেন , ‘মেসির বার্সা অধ্যায় এখনো শেষ হয়ে যায়নি।’
লাপোর্তার এই মন্তব্যের পর স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্ত থেকে খবর বেরিয়েছে, মেসিকে ফেরাতে লাপোর্তার কাছে অনুরোধ করেছেন সাবেক বার্সা খেলেয়াড় বর্তমান বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। সাবেক সতীর্থ মেসিকে ক্লাবে ফেরাতে নাকি তিনি মরিয়া। স্পোর্তের খবর অনুযায়ী, আগামী জুনে পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ হয়ে গেলে, সেই সুযোগটাই নিতে চায় জাভি।
অন্যদিকে, মেসির ইচ্ছে ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্র যাওয়ার স্বপ্ন। যুক্তরাষ্ট্রের মেজর সকারের ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার গুঞ্জনও বেশ ঢালপালা মেলেছে।
দেখা যাক, শেষ পর্যন্ত মেসিকে পাওয়ার রেসে কে জিততে পারে।