গল টেস্ট: চাপে পকিস্তান, ৩৩৩ রানে এগিয়ে শ্রীলঙ্কা
দীনেশ চান্দিমালের অবিশ্বাস্য ফর্মে গল টেস্ট বাবর আজমদের হাত থেকে বের হওয়া এখন সময়ের অপেক্ষা। লঙ্কানদের প্রথম ইনিংসের ৪ রানের লিড সহ দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩২৯ রান তোলায় তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার লিড ৩৩৩ রানের। ৮৬ রানে অপরাজিত রয়েছেন চান্দিমাল।
৩৬ রানে ১ উইকেট নিয়ে এ দিন মাঠে নেমেছিল শ্রীলঙ্কা। তৃতীয় দিনের শেষে তারা দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটের বিনিময়ে ৩২৯ রান তুলেছে। সুতরাং পাকিস্তানের চেয়ে লঙ্কানরা এগিয়ে ৩৩৩ রানে। হাতে রয়েছে ১টি মাত্র উইকেট।
দীনেশ চান্দিমাল ৮৬ রানে অপরাজিত রয়েছেন। এছাড়া আাসিথা ফার্নান্ডো ৬৪ ও কুশল মেন্ডিস ৭৬ রান করেন। অধিনায়ক করুণারত্নে ১৬ রান করে আউট হন। পাকিস্তানের হয়ে নওয়াজ ৮৮ রানে ৫টি ও ইয়াসির শাহ ১২২ রানে ৩টি উইকেট নিয়েছেন।
গল টেস্টের প্রথম ইনিংসে বড়সড় পুঁজি সংগ্রহ করে নেওয়া সম্ভব হয়নি শ্রীলঙ্কার। তবে ২২২ রানের মধ্যে পাকিস্তানকে কোণঠাসা করে দিয়েছিল শ্রীলঙ্কা। তবে, বাবরের শতরান পাকিস্তানকে বিপর্যয়ের হাত থেকে উদ্ধার করেন। ১৪৮ রানে ৯ উইকেট হারানো পাকিস্তান প্রথম ইনিংসে ২১৮ রান তোলে। সুতরাং, প্রথম ইনিংসে ৪ রানের ছোট লিড পেয়ে যায় শ্রীলঙ্কা।