গল টেস্টে দুর্দান্ত সেঞ্চুরিতে ১০ হাজারি ক্লাবে বাবর আজম
গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরিতে দলকে বাঁচালেন বাবর আজম। একইসঙ্গে এশিয়ান ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দ্রুততম হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন এই পাকিস্তান অধিনায়ক।
২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকে বাবর আজমের ব্যাটে রানের ফোয়ারা ছুটছে। কয়েক বছর ধরে ভেঙে চলেছেন বিরাট কোহলির একের পর এক রেকর্ড। এশিয়ানদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুত সময়ে ১০ হাজার রানের সংগ্রাহক হতে কোহলির লেগেছিল ২৩২ ইনিংস। সেখানে বাবর লেগেছে ২২৮ ইনিংস। এছাড়া পাকিস্তানিদের মধ্যে ১১তম ব্যাটার হিসেবে ১০ হাজারি ক্লাবে নাম লেখালেন তিনি।
এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ৪০ টেস্ট, ৮৯ ওয়ানডে এবং ৭৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ২০১৯ সালে টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব পান তিনি, বর্তমানে তিন ফরম্যাটেই পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন এই ব্যাটসম্যান।
এদিকে দ্রুততম সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মালিক হওয়ার পথে ভিভ রিচার্ডস (২০৬ ইনিংস), হাশিম হামলা (২১৭ ইনিংস), ব্রায়ান লারা (২২০ ইনিংস) ও জো রুটের (২২২ ইনিংস) পরে এখন বাবরের অবস্থান।