খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বুধবার, ৪ঠা ডিসেম্বর ২০২৪

বৃষ্টি বাগড়ায় খেলা বন্ধ, উইন্ডিজের লিড ১৪২

0

সেন্ট লুসিয়া টেস্টে তৃতীয় দিনের শুরুটা ভালো ছিল বাংলাদেশের। দিনের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আঘাত হেনেছেন মেহেদি হাসান মিরাজ ও খালেদ আহমেদ। তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজ ১১৬ ওভারে ৭ উইকেটে ৩৭৬ রান তোলার পর হঠাৎ হানা দিয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে আপাতত বন্ধ রয়েছে খেলা।

ক্রিজে আছেন কাইল মায়ার্স (১৪০) ও কেমার রোচ (৭)। ক্যারিবীয়দের লিড এখন পর্যন্ত ১৪২ রানের। তৃতীয় দিনের দ্বিতীয় ওভারেই জশুয়া ডি সিলভাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদি হাসান মিরাজ। আউট হওয়ার আগে করেন ২৯ রান। পরের উইকেটে খেলতে নেমে ৬ রানে আউট হন আলজারি জোসেফ।

এদিকে কেমার রোচকে সঙ্গে নিয়ে আপনতালে খেলে যাচ্ছেন সেঞ্চুরিয়ান কাইল মেয়ার্স। ব্যক্তিগত দেড়শ রানের দ্বারপ্রান্তে রয়েছেন তিনি।

 

এন স্পোর্টস/ ক্রিকেট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy