মায়ার্সের সেঞ্চুরিতে চাপে বাংলাদেশ
দেশে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ, তবে ঠিক তার উল্টো চিত্র; ১৫০০০ কিলোমিটার দূরে সেন্ট লুসিয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের। সেন্ট লুসিয়ায় টেস্টে শেষ পর্যন্ত হতাশার চাঁদরে মোড়া দ্বিতীয় দিন গেছে বাংলাদেশের। উইন্ডিজের সংগ্রহ পাঁচ উইকেটে ৩৪০। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ২৩৪ রান।
কাইল মায়ার্সের সেঞ্চুরিতে পিছিয়ে পড়েছে টাইগাররা । মায়ার্স অপরাজিত ১২৬ রানে। উইন্ডিজ এগিয়ে ১০৬ রানে। আজ তৃতীয় দিন উইন্ডিজ বাংলাদেশের সামনে পাহাড়সম লিড দাঁড় করাতে মাঠে নামবে। মায়ার্সের সঙ্গে ২৬ রানে ব্যাট করছেন জসুয়া ডি সিলভা।
১৬৭ রানে পিছিয়ে দ্বিতীয় দিন শুরু করে প্রথমেই বেশ আক্রমণাত্মক খেলছিল ক্যারিবীয়রা, কিন্তু প্রথম ঘণ্টাতেই উইন্ডিজ শিবিরে আঘাত হানেন শরিফুল ইসলাম।
দলের স্কোর তখন ২ উইকেটের খরচায় ১৩১ রান। এর পরই উইন্ডিজ শিবিরে ঝড় তোলেন খালেদ আহমেদ। একই ওভারের প্রথম ও শেষ বলে রেইমন রিফার ও এনক্রুমাহ বুনারকে ফেরান। মধ্যাহ্ন বিরতির আগে চার উইকেট হারিয়ে ১৩৭ রান নেয় স্বাগতিকরা।