রিয়াদরা না পারলেও ঠিকই নারীদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শিরোপা জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। রান রেটে রূপালি ব্যাংক ক্রীড়া পরিষদকে পেছনে ফেলে শিরোপা উৎসবে মাতে সালমা, রুমানারা।
আজ (১৮ জুন) শনিবার লিগ পর্বের শেষ ম্যাচে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য মাঠে নামার কথা ছিল শিরোপার রেসে থাকা মোহামেডান এবং রূপালি ব্যাংক ক্রীড়া পরিষদের। বিকেএসপিতে সালমা, রুমানা, শারমিন সুপ্তার মোহামেডানের খেলার কথা ছিল ইন্দিরা রোড ক্রীড়া চক্রের বিপক্ষে।

অপরদিকে অন্য ম্যাচে রূপালি ব্যাংক ক্রীড়া পরিষদের সামনে ছিল খেলাঘর সমাজ কল্যাণ সংঘ। তবে বৃষ্টি বাধায় দুটি ম্যাচই পরিত্যক্ত হয়ে যায়। ফলে মোহামেডান ও রুপালি ব্যাংক দুই দলের পয়েন্ট হয় সমান ১৯। তবে রান রেটে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয় মোহামেডান।
৬ উইকেটের সঙ্গে ৭৬.৭৫ গড়ে ৩০৭ রান করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমির ক্রিকেটার সোবহানা মোস্তারি। ৪৯০ রান করে সেরা ব্যাটার হন পিংকি এবং ২২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন পেসার মারুফা আক্তার।