খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ১৭ই মে ২০২৪

ইয়াসিরের চোটে ভাগ্য খুলল বিজয়ের

0

অপেক্ষার প্রহর শেষে দীর্ঘ ৮ বছর পর টেস্ট দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। ইয়াসির রাব্বি ইনজুরিতে পড়ায় দ্বিতীয় টেস্টে দলের সাথে যোগ দেবেন তিনি। বিপিএল, ডিপিএলে আলো কেড়েছেন বিজয়; তাই তার এই সুযোগ।

বুধবার (১৫ জুন) রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে বিজয়ের ঢাকা ছাড়ার কথা রয়েছে।

উইন্ডিজ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে আগে থেকেই ছিলেন সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগের ১৫ ম্যাচে রেকর্ড ১ হাজার ১৩৮ রান করা এনামুল হক বিজয়। উইন্ডিজে গিয়ে প্রস্তুতি ম্যাচে ইয়াসির রাব্বি মেরুদণ্ডে চোট পাওয়ায় তিন ফরম্যাটেই দলে ডাক পেলেন এই ওপেনার। কাল উইন্ডিজ পাড়ি দেবেন বিজয়, বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

২০১৩ সালে টেস্ট অভিষেকের পর বাংলাদেশের হয়ে মাত্র ৪টি ম্যাচ খেলেছেন বিজয়। যার সর্বশেষটি ছিল ২০১৪ সালে উইন্ডিজের বিপক্ষে। ৮ বছর পর আবারও ক্যারিবিয়ানদের বিপক্ষেই ফিরছেন ২৯ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার।

টেস্ট স্কোয়াড : সাকিব আল হাসান, মুমিনুল হক, তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, এনামুল হক নিজয়, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহান।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy