শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপ নিশ্চিত করল কোস্টারিকা
কাতার বিশ্বকাপের শেষ দল হিসেবে উত্তীর্ণ হয়েছে কোস্টারিকা। মঙ্গলবার ১-০ গোলে নিউজিল্যান্ডকে হারিয়ে ৩২তম দল হিসেবে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করল কেইলর নাভাসের দল। বিশ্বকাপে ‘ই’ গ্রুপে তাদের প্রতিপক্ষ জার্মান, স্পেন এবং জাপান।
কাতারের আল রায়ান স্টেডিয়ামে ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়েছে নিউজিল্যান্ড। তবে দিনশেষে হারতে হল তাদেরই।
ম্যাচের শুরুতেই কপাল খুলে যায় কোস্টারিকার। তৃতীয় মিনিটে জেসুন বেনেতের পাস থেকে এ সময় নিউজিল্যান্ডের জালভেদ করেন জোয়েল ক্যাম্পবেল।
শুরুতে এগিয়ে গেলেও ম্যাচের বাকিটা সময় খাবি খেয়েছে কোস্টারিকা। নিউজিল্যান্ড বল দখল, আক্রমণ সব দিক দিয়েই এগিয়ে ছিল।
প্রথমার্ধে স্বস্তির ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় কেইলর নাভাসের কোস্টারিকা। বিরতি থেকে ফিরে দু’দলের খেলা চলতে থাকে সমান তালে। এরই মধ্যে ৬৯ মিনিটে আরেকটি ধাক্কা খায় নিউজিল্যান্ড।
লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কোস্তা বারবারোসেস। ১০ জনের দলে পরিণত হওয়া নিউজিল্যান্ড বাকিটা সময় চেষ্টা করে গেলেও ব্যর্থ হয়। ফলে কাতারের টিকিট নিশ্চিত হয় কোস্টারিকার।
২০১০ বিশ্বকাপের পর আর বিশ্বকাপে খেলার সুযোগ হয়নি নিউজিল্যান্ডের। বিপরীতে ২০১৪ ও ২০১৮ সালের ২০২২ বিশ্বকাপও নিশ্চিত করল কোস্টারিকা।