ক্লাসেনের ব্যাটিং ঝড়ে ফের হার ভারতের
সদ্য আইপিএল শেষে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামে ভারত। আর এই সিরিজের প্রথম দুই ম্যাচেই দুটিতেই প্রোটিয়াদের বিপক্ষে হারে অধিনায়ক ঋষভ পন্তের দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ উইকেটে হারে ভারত।
কটকের বারাবটি স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে প্রোটিয়া বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে স্বাগতিক ভারত। সর্বোচ্চ ৪০ রান করেন স্রেয়াশ আয়ার। ২১ বলে ৩৪ রান করেন ইশান কিশান।
এরপর শেষ দিকে দিনেশ কার্তিক ২১ বলে অপরাজিত ৩০ রান করার কারণে ভারতের একটা লড়াকু স্কোর দাঁড়ায় দক্ষিণ আফ্রিকার সামনে। অন্যদিকে প্রোটিয়াদের হয়ে ২টি উইকেট শিকার করেন অ্যানরিখ নরকিয়া।
জবাবে মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ভারতীয় বোলাদের তোপের মুখে পড়ে প্রোটিয়া ব্যাটাররা। ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমারের বোলিং তোপে স্কোর বোর্ডে মাত্র ২৯ রান তুলতেই ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
এরপর শুরুর ধাক্কা কাটিয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত এক ইনিংস খেলেন পাঁচে নামা হেনরিখ ক্লাসেন। তার ৪৬ বলে ৮১ রানের ঝড়ো ইনিংসে ১০ বল ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা। ফলে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে গেলো তেমবা বাভুমার দল।