জার্মানিকে রুখে দিল হাঙ্গেরি, ইংল্যান্ড-ইতালির ড্র
ইংল্যান্ডকে হারিয়ে চমক দেখানো হাঙ্গেরি এবারও জার্মানিকে রুখে দিল। শনিবার নেশনস লিগের ৩ নম্বর গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। এ নিয়ে টানা তৃতীয় ড্রয়ের হতাশায় মাঠ ছাড়ল হান্স ফ্লিকের দল। এদিকে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হলো ইংল্যান্ড ও ইতালিকে। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় শনিবার রাতে ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপের ম্যাচে ৬ মিনিটেই সল্ট ন্যাগির গোলে এগিয়ে যায় হাঙ্গেরি। তবে তিন মিনিট পরেই জার্মানিকে সমতায় ফেরায় ইয়োনাস হফম্যান। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে হার এড়াতে পারাটাই বড় অর্জন জার্মানির।
জার্মানি বল দখলে রাখলেও আক্রমনে এগিয়ে হাঙ্গেরি। ১১টি আক্রমণের ৭টিতেই বল লক্ষ্যে রাখতে পেরেছে তারা। অন্যদিকে ৬টি শট নিয়ে মাত্র একটিই লক্ষ্যে রাখতে সক্ষম হয়েছে চার বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের মলিনিউ স্টেডিয়ামে ইংল্যান্ড ও ইতালি ম্যাচটি আক্রমণ-প্রতিআক্রমণে জমে উঠলেও সুযোগ মিসের মহড়া দিয়েছে দুদলের স্ট্রাইকার। ইংল্যান্ড ১২টি শটের মাত্র ৪টি লক্ষ্যে রাখতে পারে। অন্যদিকে ইতালি আটবার গোল লক্ষ্য করে শট নিলেও ৩ বার লক্ষ্য ঠিক থাকে। গোলবারও বঞ্চিত করেছে দুদলকেই।
এই ড্রয়ে ৩ ম্যাচ শেষে এখনো জয়হীন ইংল্যান্ড। ২ ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে গ্রুপেের তলানীতে তারা। ৩ ম্যাচে ১ জয় ও ২ ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ইতালি।