লড়াই করেও তুর্কমেনিস্তানের কাছে হারল বাংলাদেশ
জিততে জিততে আরও একবার হেরে গেল বাংলাদেশ। ম্যাচে সহজ কিছু সুযোগ হাতছাড়া করার খেসারত দিতে হল জামাল ভূঁইয়াদের। শনিবার এএফসি এশিয়া কাপের বাছাই পর্বে ফরোয়ার্ডদের ব্যর্থতায় তুর্কমেনিস্তানের কাছে ধরাশায়ী লাল-সবুজের প্রতিনিধিরা।
কুয়ালালামপুরের বুকিত জলিল স্টেডিয়ামে তুর্কমেনিস্তানের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। তুর্কমেনীয়দের হয়ে গোল করেছেন আলতিমিরাত ও আমানউ আরসলানমিরাত। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন মোহাম্মদ ইব্রাহিম।
ম্যাচে শুরুতেই গোল হজম করে ধাক্কা খায় বাংলাদেশ, কিন্তু র্যাংকিংয়ে এগিয়ে থাকা তুর্কমেনিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগেনি বাংলাদেশের। এরপর একের পর এক মুহুর্মুহু আক্রমণ। প্রথমার্ধে দুই দলই বেশ কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি।
দ্বিতীয়ার্ধে ফিরেও একই গতিতে চলতে থাকে লড়াই। কিন্তু সহজ সুযোগ কাজে লাগাতে পারেনি জামাল-সুফিলরা। তবে, বাংলাদেশী ফরোয়ার্ডদের ভুলের সুযোগ নিয়ে ব্যাবধানটা দ্বিগুণ করে নিল তুর্কমেনিস্তান। শেষদিকে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ নষ্ট করে হতাশা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।