খেলার মাঠে সবার আগে
Nsports-logo

রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪

ঘুরে দাঁড়ানোর মিশনে আজ তুর্কমেনিস্তানের মুখোমুখি বাংলাদেশ

0

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ‘ই’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে আজ (শনিবার) মাঠে নামবে বাংলাদেশ এবং তুর্কমেনিস্তান। দু’দলই একটি করে ম্যাচ খেলেছে এবং তাতে হারের দেখা পেয়েছে। তাই এই ম্যাচ দিয়ে জয়ে ফিরতে মরিয়া দল দুটি।

মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে বিকেল সোয়া তিনটায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-তুর্কমেনিস্তান। বাহরাইনের বিপক্ষে ২-০ গোলে হেরে বাছাই শুরু করেছে বাংলাদেশ। আর স্বাগতিক মালয়েশিয়ার কাছে ৩-১ গোলে হেরেছে তুর্কমেনিস্তান।

র‌্যাঙ্কিংয়ের বিচারে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে তুর্কমেনিস্তান। তাদের অবস্থান ১৩৪তম, আর বাংলাদেশের ১৮৮তম। আগের একমাত্র মুখোমুখি লড়াইয়ের ফলও তুর্কমেনিস্তানের পক্ষে। ২০০২ সালে এশিয়ান গেমসে ৩-১ গোলে জিতেছিল তারা।

এদিকে হাভিয়ের কাবরেরা যুগে ৩ ম্যাচে এখনো কোনো গোল করতে পারেনি বাংলাদেশ। মালেতে মালদ্বীপের কাছে ২-০ গোলে হার। সিলেটে মঙ্গোলিয়ার সঙ্গে ০-০। সর্বশেষ ৮ জুন বাহরাইনের কাছে ০-২ গোলে হার। আজকে কী কাবরেরা সেই খরা কাঠিয়ে উঠতে পারবেন? সেটি দেখতে বিকাল ৩.১৫ টায় চোখ রাখতে হবে টি-স্পোর্টসে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy