উয়েফা নেশন্স লিগে স্পেন-পর্তুগালের জয়ের রাত
উয়েফা নেশন্স লিগে টানা দ্বিতীয় জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগাল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২-০ গোলের ব্যবধানে চেক রিপাবলিককে হারাল তারা।
স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্র দিয়ে আসর শুরু করলেও গেল ম্যাচে সুইজারল্যান্ডকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে বেশ ফুরফুরে মেজাজে ছিল পর্তুগাল। সেই ম্যাচে আত্মবিশ্বাস এ ম্যাচে দারুণ কাজে লাগিয়েছে সান্তোসের শিষ্যরা। ম্যাচ জুড়েই আক্রমণাত্মক ফুটবল খেলে বলা চলে প্রতিপক্ষকে তেমন সুযোগই দেয়নি পর্তুগিজরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা পর্তুগাল প্রথম গোলের দেখা পেতে কিছুটা সময় লেগেছে তাদের। ম্যাচের ২৪ মিনিটেই সহজ সুযোগে এগিয়ে যেতে পারতো পর্তুগাল যদি না ডি-বক্সে বল নিয়ে ঢুকা ক্রিস্তিয়ানো রোনালদো শট লক্ষ্যে রাখতে পারতেন।
এরপর যদিও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সান্তোসের শিষ্যদের। ম্যাচের ৩৩ মিনিটে বের্নার্দো সিলভার থেকে বল পেয়ে কোনাকুনি শটে পর্তুগালের প্রথম গোল করেন জোয়াও ক্যানসেলো। এর ঠিক পাঁচ মিনিট পরে আবারও সেই বের্নার্দো সিলভার পাসে একই রকমভাবে দ্বিতীয় গোলটি করেন গনসালো গুয়েদেস। যার ফলে মাত্র ৫ মিনিটের ব্যবধানে ২-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল।
দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি কোন দলই। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রোনালদোর পর্তুগাল। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগাল। গ্রুপের অন্য ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে স্পেন। ৪ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে চেক রিপাবলিক।
এদিকে গ্রুপের পর্বের আরেক ম্যাচে অবশেষে নেশন্স লিগে প্রথম জয়ের দেখা পেল একবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। এবারের আসরের প্রথম দুই ম্যাচ ড্র করা স্পেন তৃতীয় ম্যাচে এসে জয়ের হাসি হেসেছে। অবশ্য প্রথম দুই ম্যাচ হারা সুইজারল্যান্ডকে হারাতেও ঘাম ঝরেছে মোরতা-তোরেসদের।
বৃহস্পতিবার রাতে ‘এ’ গ্রুপের দুই নাম্বার গ্রুপের ম্যাচে স্ত্যাদ দে জেনেভে স্টেডিয়ামে সুইজারল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়েছে স্পেন। একমাত্র গোলটি করেছেন পাবলো সারাবিয়া। এ জয়ে টেবিলে ২ নম্বরে অবস্থান করছে স্পেন।