৪৩ বছর পর আজ বাহারাইনের মুখোমুখি বাংলাদেশ
এএফসি এশিয়ান কাপ-২০২৩ বাছাইপর্বের বাংলাদেশ ফুটবল দল আজ বুধবার (৮ জুন) মুখোমুখি হচ্ছে বাহরাইনের। বাংলাদেশ সময় বেলা সোয়া ৩টায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জাতীয় স্টেডিয়াম বুকেট জলিলে ৪৩ বছর পর দুই দল মুখোমুখি হচ্ছে।
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৮তম। বিশ্ব ফুটবলে মধ্যপ্রাচ্যের দেশটির অবস্থান ৮৯ নম্বরে। ম্যাচ শুরুর আগে তাই ফেভারিট বাহারাইন। শক্তিশালী এই দলটি র্যাংকিংয়ে এগিয়ে থাকলেও ইন্দোনেশিয়ার অভিজ্ঞতা নিশ্চিত ভাবে অনুপ্রেরণা যোগাবে জিকো-জামালদের।
এর আগে লাল-সবুজ ফুটবলের সোনালী সময়েও বাহরাইনের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ। ১৯৭৯ সালের ৮ সেপ্টেম্বর সিউলে প্রেসিডেন্টস কাপে প্রথম এবং শেষ সাক্ষাতে বাহরাইনের কাছে দুই গোলে হেরেছিল বাংলাদেশ। মাঝের ৪৩ বছরে বাহরাইনের ফুটবলের উন্নতির বিপরীতে বাংলাদেশের ফুটবলের গ্রাফটা গিয়ে ঠেকেছে তলানিতেই।
এদিকে বাংলাদেশ এবার বাছাইপর্বে বাহরাইনের পর স্বাগতিক মালয়েশিয়া ও তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল গত শুক্রবার থেকে মালয়েশিয়ায় অবস্থান করছে।
বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।