খেলার মাঠে সবার আগে
Nsports-logo

মঙ্গলবার, ৮ই অক্টোবর ২০২৪

আমার বড় ভক্তকে হারালাম, তাই অবসর নিলাম: তেভেজ

0

দীর্ঘ দুই দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার কার্লোস তেভেজ। ৩৮ বছর বয়সে ফুটবলকে বিদায় বললেন তিনি। শনিবার আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস তেভেজের অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন ।

লম্বা এক সাক্ষাৎকারে অবসর প্রসঙ্গে তেভেজ বলেছেন, ‘আমি অবসর নিয়েছি, এটা নিশ্চিত। আমাকে অনেক কিছু অফার করা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকেও প্রস্তাব এসেছে। কিন্তু এটা শেষ, আমি নিজের সবকিছু দিয়ে দিয়েছি। আমি খেলাটা থামিয়ে দিয়েছি কারণ এক নম্বর ভক্তটাকে হারিয়ে ফেলেছি’।

তেভেজের বাবা সেগুন্দো রাইমুন্দো গতবছর করোনায় আক্রান্ত হয়ে মারা যান। বাবাকেই তিনি তার নাম্বার ওয়ান সমর্থক মনে করেন।

আর্জেন্টিনার হয়ে ২০০৪ সামার অলিম্পিকে স্বর্ণ জেতেন তেভেজ। খেলেছেন দুইটি বিশ্বকাপও। জাতীয় দলের হয়ে ২০০৪ থেকে ২০১৫ পর্যন্ত ৭৬ ম্যাচ মাঠে নেমেছিলেন।

২০০৫ সালে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের হয়ে খেলেন তেভেজ। ক্লাবকে রেলিগিশেন থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এরপর তেভেজ যোগ দেন ম্যান ইউতে। ক্লাবটির হয়ে দু’বার প্রিমিয়ার লিগ, একটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জেতেন তিনি।

খেলেছেন ম্যান সিটি, জুভেন্তাসের হয়ে। সব ক্লাবের হয়ে তিনি ৭৪৬ ম্যাচে ৩০৮ গোল করেন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy