চ্যাম্পিয়নস লিগ ফাইনালের সমর্থকদের কাছে ক্ষমা চাইল উয়েফা
হাজার মাইল পাড়ি দিয়ে প্যারিসের স্তাদ দ্যা স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল মহারণ দেখতে এসেছিলেন রিয়াল-লিভারপুলের সমর্থকরা। যেখানে ঢুকতে রীতিমতো যুদ্ধই করা লাগল তাদের। পুলিশের সঙ্গে হাতাহাতি,ধ্বস্তাধস্তি এমনকি কাঁদানে গ্যাসের ভয়ংকর এক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তাদের।
চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগে সমর্থকদের জন্য এমন ‘ভীতিকর ও কষ্টকর’ পরিস্থিতি তৈরি হওয়ার কারণে তাঁদের কাছে আনুষ্ঠানিক ভাবে ক্ষমা চেয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)।
শুক্রবার এক বিবৃতি দিয়ে সেদিনের দুর্ভোগের জন্য সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করে উয়েফা এক বিবৃতিতে লিখেছে, ‘কোনো ফুটবল সমর্থকের এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হওয়া কাম্য নয়। এমনটা যেন আর কখনো না হয় সেটা নিশ্চিত করা হবে।
তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পরে ম্যাচপূর্ব ঘটনার কারণে টিকিট কিনেও ম্যাচ দেখতে না পারা সমর্থকদের ক্ষতিপূরণ দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।