ইতালিকে উড়িয়ে আর্জেন্টিনার ‘ফিনালিসিমা’ জয়
মার্তিনেজ,ডি মারিয়া ও দিবালার গোলে ‘ফিনালিসিমা’ জয় আর্জেন্টিনার। কোপা জয়ী আর্জেন্টিনার সামনে পাত্তাই পেল না ইউরো চ্যাম্পিয়ন ইতালি। এ নিয়ে টানা ৩২ ম্যাচ অপরাজিত এবং টানা দুই ট্রফি জয় আলবিসেলেস্তেদের।
ম্যাচ জুড়ে আধিপত্য বজায় রেখে খেলে আর্জেন্টিনা। এদিকে রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল ইতালি। প্রথমার্ধে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নে স্কালোনির দল। এরপর দ্বিতীয়ার্ধে শুধুই মেসিদের রাজত্ব দেখে ইংল্যান্ড। শেষ মুহুর্তে দিবালার গোলে বড় জয় নিয়ে শিরোপা উচিঁয়ে ধরে আর্জেন্টিনা।
বুধবার ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে ‘ফিনালসিমা’ ম্যাচে ৩-০ গোলে ইতালির বিপক্ষে বড় জয় পায় আর্জেন্টিনা। ২০১৯ সালের জুলাইের পর থেকে এখনো পরাজয় দেখতে হয়নি তাদের। তার মধ্যে ক্লিনসিট রেখেছে ১৯ বার।
ম্যাচের ২৮ মিনিটে ফল পায় আকাশি-নীল জার্সিধারীরা। লিওনেল মেসি দুর্দান্তভাবে বল নিয়ে ইতালির বক্সে ঢুকে পড়েন। দারুণ এক থ্রু দেন একদম গোল মুখে। বল জালে জড়িয়ে দেন লউতারো মার্টিনেজ। প্রথমার্ধের শেষ বাঁশির আগে ব্যবধান দ্বিগুন করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। এবার তার গোলে সহায়তা দেন মার্টিনেজ।
দ্বিতীয়ার্ধে আক্রমণ আরো ক্ষুরধার করে আর্জেন্টিনা। নিজেদের হারিয়ে খুঁজেছে কিয়েল্লিনির দল। শেষে যোগ করা সময়ে কফিনের শেষ পেরেক টুকু ঠুকে দেন বদলি নামা পাউলো দিবালা। মেসির পাস থেকে বল দুন্নারুম্মাকে বোকা বানাতে ভুলেননি দিবালা।
এ নিয়ে ৩-০ গোলে বড় জয় পায় আলবিসেলেস্তেরা। এর আগে সর্বশেষ ১৯৯৩ সালে হয়েছিলো ফাইনালিসিমা ম্যাচ। সেবার ইউরো চ্যাম্পিয়ন ডেনমার্ককে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো আর্জেন্টিনা। প্রায় ২৯ বছর পর আবারও চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, এবার তারা হারালো ইতালিকে।