এবারের ব্যালন ডি’অরের দাবিদার বেনজেমা: মেসি
ক্যারিয়ারের দারুণ সময় পার করছেন রিয়াল তারকা করিম বেনজেমা। লা-লিগা থেকে চ্যাম্পিয়নস লিগ। কি জেতাননি দলকে! গোল করে নিজের ক্যারিয়ারও বর্ণিল করছেন বেঞ্জি। আর তাই এই বছরের ব্যালন ডি’অর বেনজেমার হাতেই উঠুক, তেমনটা চান ফুটবলের আরেক তারকা রেকর্ড সাতবারের বারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি।
আর্জেন্টিনার এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টাইন তারকা মেসি বলেছেন, “এই মৌসুমে বেনজেমা যে চোখ ধাঁধানো ফুটবল খেলেছে তাতে কোনও সন্দেহ নেই যে, ও ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য দাবিদার। তা ছাড়া বেনজেমার সাফল্যের ঝুলিতে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগও”।
এলএমটেন আরও বলেছেন, ” এ বারের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো পর্ব থেকে বেনজেমাই কিন্তু সেরা কান্ডারি ছিল দলকে এগিয়ে নিয়ে যাবার। কোনও সন্দেহ নেই, এই ফুটবল মৌসুম ছিল ওরই”।
সদ্য শেষ হওয়া মৌসুমে রিয়ালের হয়ে ৪৬টি ম্যাচে খেলেছেন বেনজেমা। সেখানে ৪৪টি গোলের পাশাপাশি ১৫টি অ্যাসিস্ট রয়েছে ফরাসি তারকার। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ১৫টি গোল, যা এ আসরের লিগটির সর্বোচ্চ গোল।
এছাড়া লা লিগায়ও সর্বোচ্চ গোলদাতা তিনি। ৩২ ম্যাচে ২৭ গোল করে স্প্যানিশ লিগটিরও সর্বোচ্চ গোলদাতা তিনি। এছাড়া গত বছরের অক্টোবরে ফ্রান্সকে নেশন্স কাপের শিরোপা জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এ তারকা।