জয়ের প্রত্যাশা নিয়ে দেশ ছাড়লেন টাইগাররা
কোভিড হানা দেয়ার প্রায় ১ বছর পর আবার বিদেশ সফরে তামিম-মুশিরা।
তাসমান সাগর আর বঙ্গোপসাগর। দুই সাগর পাড়ের দেশ নিউজিল্যান্ড ও বাংলাদেশ। কোভিড হানা দেয়ার প্রায় ১ বছর পর আবার বিদেশ সফরে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউজিল্যান্ডের উদ্দেশ্য দেশ ছেড়েছে টিম টাইগার্স। সফরে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে তামিম-মুশিরা ।
২০০৭ সাল থেকে এ পর্যন্ত ১৩ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টি খেললেও জয় নেই একটিতেও । সর্বশেষ সফরেও তিনটি ওয়ানডেতে হেরেছিল লাল-সবুজের দল। এর আগে কখনোই সাফল্যের ছোঁয়া না পাওয়া বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল দেশ ছাড়ার আগে বলেন, ‘আমরা সবাই জানি নিউজিল্যান্ড কন্ডিশন আমাদের জন্য কঠিন। কিন্তু অসম্ভব কিছুই না। তবে আমরা চেষ্টা করব বিগত সময়ে যা আমরা নিউজিল্যান্ডে অর্জন করতে পারিনি সেটি পরিবর্তন করতে। আমরা আশাবাদী।’
‘আমরা সবাই জানি নিউজিল্যান্ড কন্ডিশন আমাদের জন্য কঠিন। কিন্তু অসম্ভব কিছুই না। তবে আমরা চেষ্টা করব বিগত সময়ে যা আমরা নিউজিল্যান্ডে অর্জন করতে পারিনি সেটি পরিবর্তন করতে। আমরা আশাবাদী।’ – তামিম ইকবাল
তামিমের মতোই সৌম্যের কণ্ঠেও প্রত্যাশার ফুলঝুড়ি। সৌম্য বলেন, ‘অবশ্যই, আমরা সেটা ভাঙতে পারি, জিতে দেশে ফিরতে পারি। ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডেতে সবাই ভালো করেছে। সেখানেও আমাদের ওয়ানডে সিরিজ আছে। আশা করি ভালো করবে।’ তবে প্রশ্নটা থেকে যায় কন্ডিশন নিয়ে। উইন্ডিজের সাথে ওডিআই জিতলেও হোম কন্ডিশন যে পাচ্ছে না সেটাই তো কিছুটা দুশ্চিন্তার।
অন্য দিকে দেশ ছাড়ার আগেই সব বিতর্কের প্রশ্নের উত্তর দিলেন আইপিএলে রাজস্থান রয়েলসে জায়গা পাওয়া মোস্তাফিজ । সাফ জানিয়ে দিলেন দেশের খেলা আগে। তবে আইপিএল খেলতে যাওয়া নিয়েও অনিচ্ছা প্রকাশ করেননি তিনি। ফিজ বলেন,
‘আমার কাছে সবার আগে দেশ, পরে বাকি সব। টিম ম্যানেজমেন্ট যদি টেস্টে আমাকে রাখে, তাহলে আমি টেস্ট খেলব। যদি না রাখে তাহলে বিসিবি জানে। বিসিবি যেটা বলবে আমি সেটা করব।’ মোস্তাফিজুর রহমান
ক্রাইস্টচার্চে পৌঁছানোর পর কোভিড পরীক্ষায় নেগেটিভ হওয়া সাপেক্ষে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে । যার প্রথম ৭ দিনই ঘরবন্দি থাকতে হবে সবাইকে। সুযোগ নেই কারো সাথে মেশার। সবকিছুই করতে হবে নিজেকে।
সিরিজের প্রথম ওয়ানডে গড়াবে ২০ মার্চ ডুনেডিনে, দ্বিতীয়টি ২৩ মার্চ ক্রাইস্ট চার্চে, তৃতীয় ও শেষটি ২৬ মার্চ ওয়েলিংটনে। আর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি গড়াবে ২৮ মার্চ হ্যামিল্টনে। দ্বিতীয়টি ৩০ মার্চ নেপিয়ারে ও তৃতীয়টি ১ এপ্রিল, অকল্যান্ডে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল খান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাইম শেখ, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদ।