ইতিহাস গড়ে নতুন উচ্চতায় আনচেলত্তি
ইউরোপ সেরার লড়াইয়ে রোববার ভিনিসিয়ুসের একমাত্র গোলে লিভারপুলকে হারিয়ে শিরোপা ছিনিয়ে নিল রিয়াল মাদ্রিদ । রিয়ালকে ১৪তম ইউরোপ সেরা করার পর্দার আড়ালের অন্যতম কারিগর কোচ আনচেলত্তি। তিনিই কিনা এইবার গড়লেন এক অনন্য কীর্তি। প্রথম কোচ হিসেবে চারটি চ্যাম্পিয়ন্স লিগ জিতলেন আনচেলত্তি।
চ্যাম্পিয়নস লিগের আজকের (রোববার) ফাইনালের আগে আনচেলত্তির সঙ্গে সর্বাধিক তিনটি করে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন রিয়ালের সাবেক কোচ জিনেদিন জিদান এবং লিভারপুলের সাবেক কোচ বব পেইজলি।
প্রথম কোচ হিসেবে দুটি ক্লাবের হয়ে মোট চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয় করল আনচেলত্তি। ৬২ বছর বয়সে এসি মিলান তার অধীনে ২০০২-০৩ এবং ২০০৬-২০০৭ দুইবার ইউরোপ সেরা হয়। এরপর ২০১৩-২০১৪ সালে রিয়ালের কোচ হিসেবে জয় করেন চ্যাম্পিয়নস ট্রফি। এবার আজকে জিতলেন আরো একটি। যে কীর্তি ছাড়িয়ে গেছে জিদান এবং পেইজলিকে।