খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪

ভিনি-কোর্তোয়া ম্যাজিকে ১৪তম ইউরোপ চ্যাম্পিয়ন রিয়াল

0

চ্যাম্পিয়নস লিগের মুকুট উঠল রিয়ালেরই মাথায়। লিভারপুলের নেওয়া হল না প্রতিশোধ। অলরেডদের হারিয়ে ১৪ তম ইউরোপা টাইটেল জিতে নিল আনচেলত্তি শিষ্যরা। ভিনিসিয়াস জুনিয়র এর একমাত্র গোলে জয় ছিনিয়ে নেয় তারা। গোলরক্ষক কোর্তোয়ার অতিমানবীয় পারফরম্যান্সে জয়টা আরো সহজে ধরা দিল রিয়ালের কাছে।

শনিবার প্যারিসের স্তাদ দা ফ্রান্সে ২০১৮ সালের পুরনো মহাকাব্য নতুন করে লিখল রিয়াল। ফাইনালে হারের বদলা নিতে পারেনি ইংলিশ জায়ান্টরা। ইউরোপ সেরা দুই ক্লাবের লড়াইয়ে তাদেরকে বাজিমাত করে শিরোপা উঁচিয়ে ধরেছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে সালাহ-মানেরা। তবে শুরু থেকেই রক্ষণাত্মক খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথম ৩০ মিনিট কোনো আক্রমণও করেনি তারা। লিভারপুলও গোল বারে কয়েকবার হানা দিলেও বাঁধা গোলরক্ষক থিবো কোর্তোয়া।

 

 

 

কিন্তু প্রথমার্ধের একমাত্র উত্তেজনা ছিল বিরতির ঠিক আগে ৪৩ মিনিটে কারিম বেনজেমার গোল বাতিল হওয়া। ফরাসি এই তারকা বল জালে জড়ালেও ভিডিও অ্যাসিস্টেন্টের সাহায্য নিয়ে রেফারি অফসাইডের কারণে গোল বাতিল করেন। দুই দলেই গোলশূণ্য প্রথমার্ধ্ব শেষ করে।

তবে বিরতিত থেকে ফিরে যেন অন্যরূপ পেল আনচেলত্তি শিষ্যরা। লিভারপুলের আক্রমণের বিপরীতে কাউন্টার অ্যটাকে ৫৯ মিনিটে গোল ধরা দেয় রিয়ালের কাছে। ব্রাজিলিয়ান ভিনিসিয়াসের গতিতে হার মানে সালাহ-ফাবিনিওরা। উল্লাসে ফেঁটে পড়ে স্টেডিয়ামে রিয়াল সমর্থকরা।

রিয়ালের উপর আক্রমণের উপর আক্রমণ হানা দিলেও এক কোর্তোয়াই এক হাতে রুখে দিয়েছেন অলরেডদের সব গোলা বারুদ। ম্যাচের বাকিটা সময় আর মেলে ধরতে পারেনি ইয়ুর্গেন ক্লপ শিষ্যদের। শেষপর্যন্ত ১-০ গোলেই ইউরোপ সেরার টাইটেল রিয়াল মাদ্রিদের।

অন্যদিকে, এক মৌসুমে ‘ট্রেবল’ জয় করা হলো না লিভারপুলের। লিগ কাপে সিটির কাছে হারের পর কারাবাও কাপ ও এফএ কাপেই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy