চ্যাম্পিয়নস লিগ জিতলে প্রাইজমানি পাবে কে কত টাকা?
কে জিতবে চ্যাম্পিয়নস লিগের ট্রফি? রিয়াল না লিভারপুল? এখানে শুধু মাঠের লড়াই না জড়িয়ে আছে টাকার লড়াইও। ট্রফি যেই জিতুক, চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে। রানারআপরাই বা কত করে পাচ্ছে চ্যাম্পিয়নস লিগ থেকে। ভক্ত-সমর্থকদের মনে এ প্রশ্ন লেগেই থাকে।
শুধু ট্রফি জেতা কেন ইউরোপের প্রায় প্রতিটি ক্লাবেরই লক্ষ্য থাকে চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত পর্বে নাম লেখানোর। অন্য যে কোনো কিছুর চেয়ে এর পেছনে অর্থনৈতিক কারণটাও থাকে অনেক বড়। কারণ, চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত পর্বে নাম লেখানো তথা এই টুর্নামেন্টে খেলতে পারলেই বিশাল অঙ্কের টাকা পকেটে পুরানো যায় দলগুলোর।
আসুন জেনে নেই কে কত পাচ্ছে। চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিতলে ১০২ মিলিয়ন পাউন্ড বা টাকার হিসেবে প্রায় ১১০০ কোটি টাকা পাবে রিয়াল। লিভারপুল জিতলে পাবে প্রায় ৯৩৫ কোটি টাকা। রিয়াল যদি হেরেও যায়, তা হলেও তারা ৯৮০ কোটি টাকা পাবে।
যে ৩২টি দল চ্যাম্পিয়নস লিগ খেলে, তারা প্রত্যেকেই শুরুতে ১২৮ কোটি টাকা করে পায়। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয় পিছু ২৩ কোটি টাকা যোগ হয়। নকআউটে যে দলগুলি ওঠে, প্রত্যেকে ৭৯ কোটি টাকা পায়। আরও ৮৮ কোটি পায় কোয়ার্টার ফাইনালে উঠলে। সেমিফাইনালে উঠলে পায় ১০২ কোটি টাকা। দুই ফাইনালিস্টের প্রত্যেকে পায় ১২৮ কোটি টাকা করে।