প্রিমিয়ার লিগের মতো এবারের ইতালিয়ান লিগ সিরি আ-তেও শিরোপা নিষ্পত্তি একেবারে শেষ ম্যাচ পর্যন্ত গড়িয়েছে। টাইটেল জয়ের লড়াইয়ে ছিল মিলানের দুই ক্লাব ইন্টার ও এসি। হাড্ডাহাড্ডি এক মৌসুম শেষে ১১ বছর পর আবার লিগ চ্যাম্পিয়ন হল জিরুড-ইব্রাহিমোভিচরা।
একদিকে চলছিল সিটি আর লিভারপুলের শিরোপা জয়ের লড়াই। অন্যদিকে ইতালিতে চলছিল দুই মিলানের লড়াই। ইংল্যান্ডে উত্তাপটা একটু বেশি থাকলেও ইতালিতেও সমীকরণটা ছিল একই। ইন্টারের প্রয়োজন ছিল জয়, পাশাপাশি এসি মিলানের হার। তবে আশা পূরণ হলনা ইন্টারের। সাসুওয়ালোর মাঠে ৩-০ তে জয় পেল মিলান। সাথে জয় করে নিল সিরি আ শিরোপা। ২০১০-১১ মৌসুমে শেষবার লিগ শিরোপা জিতেছিল এসি মিলান।
লিগ শিরোপা জয়ের ম্যাচে ১৭ ও ৩২ মিনিটে জোড়া গোল করেছেন ফরাসি স্ট্রাইকার অলিভিয়ের জিরুড, বাকি গোলটা বিদায়ী আইভরিয়ান মিডফিল্ডার ফ্র্যাঙ্ক কেসির। অপর ম্যাচে একই ব্যবধানে জয় পেয়েছে গতবারের লিগ চ্যাম্পিয়ন ইন্টার মিলান।