ড্রয়ের পথে চট্টগ্রাম টেস্ট
চতুর্থ দিন জয়ের সম্ভাবনা জাগিয়ে দিনের খেলা শেষ করে বাংলাদেশ। পঞ্চম দিনের শুরুতে সেই স্বপ্নটা বাস্তবে রূপ নেয়ার আগেই সপ্তম উইকেট জুটিতে ডিকওয়েলা ও চান্ডিমালের বুদ্ধিদ্বীপ্ত ব্যাটিংয়ে ড্র হওয়ার পথে চট্টগ্রাম টেস্ট। চলছে তৃতীয় সেশনের খেলা। ৬ উইকেট হারিয়ে ২৩০ রানে ব্যাটিং করছে শ্রীলঙ্কা। ফলে বাংলাদেশের চেয়ে ১৬৩ রান এগিয়ে গেছে তারা।
অর্ধশতক থেকে তিনরান দূরে ৪৭ রানে ব্যাট করছে ডিকওয়েলা এবং চান্দিমাল ২১ রানে অপরাজিত। শেষ সেশনে খেলা হবে আর ৩০ ওভার।
এর মধ্যে লঙ্কানদের অলআউট করে আবার সেই লক্ষ্য তাড়া করে জিততে হবে বাংলাদেশকে। তাই টাইগারদের হারার পাশাপাশি জেতার সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসছে। একেবারে নেই বললেই চলে।
আজ দিনের দুই সেশনেই দুইটি করে উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। প্রথম সেশনে ২৬.৫ ওভারে দুই উইকেট হারিয়ে তারা তোলে ৮৯ রান। এরপর চা পানের বিরতি পর্যন্ত ২৯ ওভার থেকে নিয়েছে ৭৭ রান।