ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ফিরছেন বিজয়: জালাল ইউনুস
সবশেষে ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের হয়ে এক আসরে সর্বোচ্চ রান সংগ্রহে রেকর্ড গড়া এনামুল হক বিজয়কে সুখবর দিল বিসিবি। চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরছেন বিজয়। মঙ্গলবার (১৭ মে) গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
আগামী জুনে টাইগাররা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। লম্বা সফরে সেখানে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা। সেই সফরে বিজয়ের দলে থাকা নিয়ে জালাল ইউনুস বলেন, বিজয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আছে। টি-টোয়েন্টি ও ওডিআই সিরিজে থাকবে। এটা নির্বাচকদের ব্যাপার। তারপরও আমার মনে হয়, তারা বিবেচনা করছে। নিশ্চিতভাবে বিজয় টি-টোয়েন্টি আর ওডিআই দলে থাকছে।’
সর্বশেষ ২০১৯ সালের জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে জাতীয় দলের হয়ে খেলেছিলেন এনামুল বিজয়। এরপর প্রায় তিন বছর পেরিয়ে গেলেও বাংলাদেশের জার্সিতে ফেরা হয়নি তার। সবশেষে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে রেকর্ড গড়েছেন বিজয়। লিস্ট-এ ক্রিকেটে রেকর্ড ১১৩৮ রান করেছেন তিনি। ফলে কঠোর পরিশ্রমের পুরস্কার পাচ্ছেন বিজয়।
উল্লেখ্য, দুটি টেস্ট এবং তিনটি করে টি-টোয়েন্টি, ওয়ানডে খেলতে আগামী ৬ জুন প্রায় দেড় মাসের সফরে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ। সফরের প্রথম টেস্ট শুরু হবে ১৬ জুন থেকে আর শেষ ম্যাচটি হবে ১৬ জুলাই।