খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ১২ই অক্টোবর ২০২৪

তামিম-জয়ের ব্যাটে স্বস্তিতে দিন শেষ টাইগারদের

0

চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিনে অ্যাঞ্জেলো ম্যাথুজের একার লড়াইকে ছাপিয়ে তামিম-মাহমুদুলের ব্যাটে স্বস্তিতে দিন শেষ করলো বাংলাদেশ দল। নিজেদের প্রথম ইনিংসে ৩৯৭ রানে অলআউট হওয়ার আগে সফরকারীদের হয়ে ১৯৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ম্যাথুজ। এছাড়া টাইগারদের হয়ে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৬ উইকেট নেন নাঈম হাসান।

সোমবার (১৬ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে শ্রীলঙ্কা। শুরুতেই অ্যাঞ্জেলো ম্যাথুজকে সাজঘরে ফেরানোর সুযোগ ছিলো বাংলাদেশের সামনে। কিন্তু উইকেটের পেছনে ক্যাচ ধরেও বুঝতে পারেননি লিটন দাস, করেননি আবেদনও!

এরপর আগের দিনের দুই অপরাজিত ব্যাটার অ্যাঞ্জোলো ম্যাথুজ ও দিনেশ চান্দিমাল দ্বিতীয় দিনেও দারুণ শুরু করেন ব্যাট হাতে। এই জুটি ক্রমশ স্কোরকে সমৃদ্ধ করেন। চান্দিমাল পেয়ে যান ফিফটির দেখা। তিনশ ছাড়িয়ে যখন শ্রীলঙ্কার রান তখন বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন প্রথমদিনের মতো নাঈম ইসলাম। এক ওভারেই তিনি তুলে নেন দুই উইকেট।

লাঞ্চের পর দিনের দ্বিতীয় সেশনে নিজের চেনা রুপে ফিরেন সাকিব আল হাসান। সাকিবের জোড়া আঘাতে একে একে সাজ ঘরে ফিরেন রমেশ মেন্ডিস ও লাসিথ এম্বুলদেনিয়া। কিন্তু এরপরও টাইগারদের গলার কাটা হয়ে দাঁড়ান ম্যাথুজ। তাকে শেষদিকে সঙ্গ দেন বিশ্ব ফার্নান্দো। তবে শেষপর্যন্ত ব্যাট হাতে অনবদ্য এক ইনিংস খেলা অ্যাঞ্জেলো ম্যাথুজকে ফিরতে হয় ১ রানের আক্ষেপ নিয়ে। ১৯৯ রানে থামে তার ৩৯৭ বলে ধৈর্যশীল ইনিংসটি।

এরপর শেষ বিকালে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয় দেখেশুনে করেন শুরুটা। দিন শেষে দুজনই অপরাজিত। আছেন ফিফটির পথে। ৫২ বলে পাঁচ বাউন্ডারিতে ৩৯ রানে তামিম আছেন অপরাজিত। ৬৬ বলে পাঁচ বাউন্ডারিতে ৩১ রানে অপরাজিত জয়।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy