খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বুধবার, ৪ঠা ডিসেম্বর ২০২৪

চোখের জলে আতলেতিকোকে বিদায় বললেন সুয়ারেজ

0

মাত্র দুই মৌসুমের সখ্যতা আতলেতিকো মাদ্রিদের সাথে। তবে এই অল্প সময়ে আপন করে নিয়েছিলেন দল এবং সমর্থকদের। তাই রোববার রাতে আতলেতিকো মাদ্রিদকে বিদায় জানাতে গিয়ে চোখের জলে ভাসলেন লুইস সুয়ারেজ। এদিন লা লিগায় সেভিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচটি ছিল উরুগুইয়ান স্ট্রাইকারের বিদায়ী ম্যাচ।

আতলেতিকোর চ্যাম্পিয়ন্স লিগে খেলা আগেই নিশ্চিত। তবে এই ম্যাচে পুরো দৃষ্টি সুয়ারেজের দিকে। দল যখন ১-০ গোলে এগিয়ে তখন ৬৫ মিনিটে তাকে তুলে নেন অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে। এরপর টিভির পর্দায় ভেসে ওঠে সুয়ারেজের অশ্রুসজল চোখ।

এরপর বেঞ্চে বসে কাদঁতে দেখা যায় লুইস সুয়ারেজকে। সুয়ারেজ তোয়ালে দিয়ে মুখ লুকানোর চেষ্টা করছিল। কিন্তু ক্যামেরার লেন্সে ঠিকই ধরা পড়েছে সুয়ারেজের অশ্রু সজল চোখ।

গত মৌসুমে বার্সা থেকে ফ্রী এজেন্ট হয়ে আতলেতিকোয় পাড়ি জমান সুয়ারেজ। ওই মৌসুমেই দুর্দান্ত সময় কাটিয়েছেন সুয়ারেজ। দলকে পাইয়ে দিয়েছিলেন লিগ শিরোপা। গোল করেছিলেন ৩৮ ম্যাচে ২১ টি।

তবে, বিদায় বেলায় সেই অবদান ভুলেননি আতলেতিকো সমর্থকরা। সুয়ারেজকে বিদায় জানাতে ওয়ান্ডায় বিশাল এক ব্যানার সাঁটান তারা, যাতে লেখা ছিল, ‘আমাদের চ্যাম্পিয়ন বানানোর জন্য ধন্যবাদ লুচো।’

সুয়ারেজ এখনই ইউরোপ ছাড়তে চাইছেন না বলে জানিয়েছেন দলবদল বিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফাব্রিজিও রোমানো।ফলে মেজর লিগ সকারের কোনো ক্লাবে হয়তো এখনই দেখা যাবে না ৩৫ বছর বয়সী এই উরুগুইয়ান স্ট্রাইকারকে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy