টানা তিন ম্যাচ জয়ের পর আবারও গোল খরায় ভুগল বার্সেলোনা। নিয়মিত একাদশে বেশ কয়েকজন খেলোয়াড় ছাড়া খেলতে নেমে গেতাফের মাঠে বিবর্ণ ম্যাচ উপহার দিল কাতালানরা। ফলে পয়েন্ট ভাগাভাগি করে লা লিগায় রানার্সআপ নিশ্চিত করলো দলটি।
অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগকে সামনে রেখে খর্ব শক্তির দল নিয়ে খেলতে নেমে কাদিজের বিপক্ষে ১-১ গোলে ড্র করল রিয়াল।
এবং লাউতারো মার্তিনেসের জোড়া গোলে কাইয়ারির মাঠে রোববার রাতে ৩-১ ব্যবধানে জিতেছে ইন্টার মিলান। শুরুতে দলকে এগিয়ে নিয়েছিলেন মাত্তেও দারমেইন।
রোববার রাতে গেতাফের মাঠে স্বাগতিকদের সঙ্গে গোল শূন্য ড্র করেছে বার্সেলোনা। পুরো ম্যাচে বল দখলে ৭২ ভাগ থাকলেও মাত্র পাঁচটি শট নিতে পেরেছে অবামেয়াংরা। যার মাত্র একটি লক্ষ্যে ছিল। গেতাফে ৯ শটের ৩টি লক্ষ্যে রেখেছিল।
এর ফলে ৩৭ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে লা লিগায় রানার্সাপ হওয়া নিশ্চিত হয়েছে বার্সেলোনার। এতে আগামী মৌসুমে স্প্যানিশ সুপার কাপ খেলা নিশ্চিত করলো কাতালানরা। আগামী ২২ মে লিগের শেষ ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে মুখোমুখি হবে বার্সেলোনা।
রাতের অন্য ম্যাচে, শুরুর পঞ্চম মিনিটেই মারিয়ানো দিয়াজের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের ৩৭ মিনিটে কাদিজকে সমতায় নিয়ে আসেন দলটির স্প্যানিশ মিডফিল্ডার রুবেন সবরিনো। এর পর আক্রমণ প্রতি আক্রমণে গোলের দেখা পায়নি কেউ।
লা লিগায় ২২ মে সান্তিয়াগো বার্নাবিউতে মৌসুমের শেষ ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। আর আগামী ২৮ মে প্যারিসের স্তাদ দি ফ্রান্সে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হবেন অ্যানচেলোত্তির শিষ্যরা।
২৫ তম মিনিটে দারমেইনের দারুণ গোলে এগিয়ে যায় ইন্টার। বাঁ দিক থেকে দূরপাল্লার আড়াআড়ি ক্রস বাড়ান ইভান পেরিসিচ, অনেকটা লাফিয়ে উঠে নেওয়া হেডে জাল খুঁজে নেন দারমেইন। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ব্যবধান দ্বিগুণ করে ইন্টার। মার্তিনেজ পান তার প্রথম গোল।
৮৪তম মিনিটে সতীর্থের থ্রু পাসে মার্তিনেসের নিখুঁত টোকায় বল জালে জড়ালে জয়টা প্রায় নিশ্চিত হয়ে যায় ইন্টারের। এই জয়ে সিরি ‘আ’র শিরোপার ফয়সালা শেষ রাউন্ডে নিল ইন্টার।
ফলাফল :
বার্সা (০) – (০) গেতাফে
রিয়াল (১) – (১) কাদিজ
ইন্টার (৩) – (১) কাইয়ারি