সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাবেক অজি তারকা অ্যান্ড্রু সাইমন্ডস
মাস দুয়েক আগে ছেড়ে চলে গিয়েছেন শেন ওয়ার্ন। ক্রীড়াজগতে ফের নক্ষত্রপতন। এ বার আকস্মিক প্রয়াণ অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডসের। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৬ বছর।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সূত্র মতে, শনিবার রাতে কুইন্সল্যান্ড প্রদেশে টাউন্সভিলের কাছে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন সাইমন্ডস। দুর্ঘটনার সময় অ্যান্ড্রু নিজেই গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেদেশের জরুরি সেবা। কোন রকম গাড়ি থেকে বের করা হয় সাইমন্ডসকে। তবে বাঁচানো যায়নি তাঁকে।
Vale Andrew Symonds.
We are shocked and saddened by the loss of the loveable Queenslander, who has tragically passed away at the age of 46. pic.twitter.com/ZAn8lllskK
— Cricket Australia (@CricketAus) May 15, 2022
অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯৮ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ২৬টি টেস্ট ম্যাচ এবং আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৮টি একদিনের ম্যাচ খেলেছেন। এবং টি-২০ ম্যাচ খেলেছেন ১৪টি।