ইতালির বিপক্ষে আর্জেন্টিনার শক্তিশালী স্কোয়াড ঘোষণা
আগামী পহেলা জুন কনমবেল-উয়েফা কাপ অব চ্যাম্পিয়ন্স ম্যাচে মুখোমুখি হবে ইতালি ও আর্জেন্টিনা। ওই ম্যাচের জন্য ইতালির বিপক্ষে শক্তিশালী স্কোয়াড় ঘোষণা করেছে আর্জেন্টিনা। ওই স্কোয়াডে রাখা হয়েছে ৩৫ সদস্য। ম্যাচটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের ওয়েম্বেলি স্টেডিয়ামে।
লিওনেল মেসির নেতৃত্বাধীন স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন নেদারল্যান্ডের ক্লাব ফিয়েনুর্দের ডিফেন্ডার মার্কোস সেনেসির। গুঞ্জন ছিলো এই ডিফেন্ডারকে দলে চায় ইতালিও। যদিও সেনেসির ব্যক্তিগত পছন্দ আর্জেন্টিনাই।
এছাড়া ইনজুরি আক্রান্ত হলেও স্কোয়াডে রয়েছেন আর্জেন্টাইন রক্ষণভাগের অন্যতম সেরা অস্ত্র ক্রিস্টিয়ান রোমেরো। ইনজুরি থেকে সেরে উঠার পর্যায়ে থাকা প্যারেদেসকেও দলে রেখেছেন স্কালোনি।
আর্জেন্টিনার স্কোয়াড়:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো, জেরোনিমো রুলি, ফ্র্যাঙ্কো আরমানি।
রক্ষণভাগ: মার্কোস আকুনা, নাহুয়েন পেরেজ, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, জার্মান পেজ্জেলা, মার্কোস সেনেসি, ক্রিশ্চিয়ান রোমেরো, লুকাস মার্টিনেজ কুয়ার্তা, হুয়ান ফয়েথ, নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্টিয়েল।
মধ্যমাঠ: এমিলিয়ানো বুয়েন্দিয়া, জিওভানি লো সেলসো, এজিকুয়েল পালাসিওস, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস ডমিংগুয়েজ, লিয়ান্দ্রে প্যারেদেস, গুইদো রদ্রিগেজ।
ফরোয়ার্ড : লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, লুকাস আলারিও, জুলিয়ান আলভারেজ, জোয়াকিন কোররেয়া, পাওলো দিবালা, অ্যাঞ্জেল কোররেয়া, লুকাস ওকাম্পোস, নিকোলাস গঞ্জালেস, আলেসান্দ্রো পাপু গোমেজ।