সালমার পর আইপিএলে সুপ্তা
উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ বা নারীদের আইপিএলের এবারের আসরে বাংলাদেশের হয়ে ডাক পেয়েছেন সাবেক টাইগ্রেস অধিনায়ক সালমা খাতুন ও ওপেনার শারমিন আখতার সুপ্তা। ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই সম্প্রতি সালমার পাশাপাশি নতুন করে সুপ্তাকে চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর আবেদন জানায়। নারীদের আন্তর্জাতিক ব্যস্ততা না থাকায় দুজনকেই অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি।
সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল ইসলাম চৌধুরী নাদেল। বৃহস্পতিবার তিনি বলেন, ‘বিসিসিআই শুরুতে আমাদের কাছে কেবল সালমাকে চেয়েছে। তবে সম্প্রতি তারা আবার সুপ্তাকে চেয়ে যোগাযোগ করেছে। তার ভিত্তিতে আমরা দুজনকেই ছাড়পত্র দিয়ে দিয়েছি। তারা কে কোন দলে খেলবে সেটা ঠিক করবে বিসিসিআই ঠিক করবে।’
আগামী ২৩ মে থেকে ২৮ মে পর্যন্ত ভারতের পুনেতে অনুষ্ঠিত হবে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের এবারের আসর। অংশ নিচ্ছে যথারীতি তিনটি দল সুপারনোভাস, ট্রেইলব্লেজার্স ও ভেলোসিটি। ছেলেদের আইপিএলের প্লে-অফের আগের বিরতির মাঝে হবে ফাইনালসহ চার ম্যাচের আসরটি।
এর আগে গত আসরে সালমা খেলেছেন ট্রেইলব্লেজার্সের হয়ে, জাহানারার দল ছিল ভেলোসিটি। টুর্নামেন্টে প্রথম বাংলাদেশি হিসেবে ডাক পেয়েছিলেন জাহানারা। পরেরবার ডাক পান সালমা। এবার জাহানারা সুযোগ না পেলেও সবশেষ নারী বিশ্বকাপে ঝলক দেখানো সালমাকে আরেকদফা ডেকে নিয়েছে বিসিসিআই।