মাথায় আঘাত পেয়ে মাঠেই লুটিয়ে পড়লেন বার্সা ডিফেন্ডার আরাউহো, হাসপাতালে ভর্তি
ঘরের মাঠ ন্যু ক্যাম্পে সেল্তা ভিগোর বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে বার্সা। কিন্তু জয় ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই ম্যাচের এক দুর্ঘটনা। ওই ম্যাচে মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসাপাতালে ভর্তি হয়েছেন বার্সার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। তবে এখন শঙ্কামুক্ত তিনি।
ম্যাচের ৬২ মিনিটের কথা। মাঝমাঠ থেকে উড়ে আসা বল ক্লিয়ার করতে একসঙ্গে লাফিয়ে ওঠেন বার্সেলোনার গাভি ও রোনাল্ড আরাউহো। এতে দুজনের মাথার ধাক্কা খেয়ে যায়। শুরুতে টের পাননি আরাউহো।
কিন্তু কয়েক মিনিট পরেই মাঠে লুটিয়ে পড়েন তিনি। দ্রুত মাঠে প্রবেশ করেন বার্সেলোনার চিকিৎসকরা। প্রথমে অ্যাম্বুলেন্সে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় উরুগুইয়ান ডিফেন্ডারকে। সেখান থেকে অচেতন আরাউহোকে পাঠানো হয় হাসপাতালে। শেষ খবর হলো হাসপাতালে জ্ঞান ফিরেছে আরাউহোর
তবে এখন সুস্থ আছেন আরাউহো। ম্যাচ শেষে বার্সা কোচ জাভি হার্নান্দেজ আরাউহোর ব্যাপারে আপডেট জানিয়ে বলেছেন, ‘চিকিৎসকরা আমাদের জানিয়েছেন, সে এখন সজ্ঞানে আছে। আজ রাতটি হাসপাতালেই হবে। তবে সে এখন শঙ্কামুক্ত।’