সিটিকে চাপে ফেলল লিভারপুল, সেল্তাকে উড়িয়ে সুপার কাপের পথে বার্সা
সাদিও মানে নাকি পাড়ি জমাচ্ছেন বায়ার্নে। শেষ পর্যন্ত এই সেনেগাল তারকা অ্যানফিল্ড ছেড়ে চলে যাবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও অ্যাস্টন ভিলার বিরুদ্ধে তাঁর গোলই স্বস্তি ফিরিয়ে আনল ইয়ুর্গেন ক্লপের শিবিরে। ভিলার বিপক্ষে জয় পেল ২-১ গোলে। অন্যদিকে, ক্যাম্প ন্যুয়ে লা লিগার ম্যাচে মঙ্গলবার রাতে ৩-১ গোলে জিতেছে বার্সেলোনা।
ম্যাচের তিন মিনিটে ডগলাস লুইজ়ের গোলে এগিয়ে গিয়েছিল অ্যাস্টন ভিলা। তিন মিনিটের মধ্যে ম্যাচে সমতা ফেরান ম্যাটিপ। কিন্তু ভিলার রক্ষণাত্মক ফুটবলের কারণে গোলের রাস্তা খুঁজে বের করতে সমস্যায় পড়ে যায় লিভারপুল। ৬৫ মিনিটে সেই অস্বস্তি থেকে মুক্তি দেন মানে। তাঁর গোলেই জয় নিশ্চিত করে ফেলে লিভারপুল। এ জয়ের ফলে এক ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা সিটির সমান ৮৬ পয়েন্ট লিভারপুলের।
রাতের অন্যম্যাচে, দেম্বেলে ও মেমফিসের নৈপুণ্যে ৩০তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। খেলার ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই স্কোর লাইন ৩-০ করে ফেলে বার্সেলোনা। ৪৮তম মিনিটের এই গোলেও দারুণ অবদান দেম্বেলের। তবে দুই মিনিট পরেই এক মাত্র গোলের দেখা পায় সেল্তা। এরপর কোন দলই গোলের দেখা পায়নি।
এই জয়ে সেই পথে বেশ এগিয়ে গেল তারা। ৩৬ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে বার্সা দুই নম্বরে দৃঢ় করল নিজেদের অবস্থান।