বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বায়ার্ন, লিগ ওয়ানের পিএসজি
টানা দশমবারের মত বুন্দেসলিগার শিরোপা ঘরে তুললো বায়ার্ন মিউনিখ। বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়েছে তারা। তিন ম্যাচ হাতে রেখেই ৩১ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করল বায়ার্ন। অন্যদিকে, মেসির একমাত্র গোলে লাওঁসের বিপক্ষে ড্র করেও চার ম্যাচ হাতে রেখে লিগ ওয়ানের শিরোপা ঘরে তুলল ফরাসি জায়ান্ট পিএসজি।
শনিবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন জয়ের লক্ষ্যে খেলতে নামায় কোনো রকম প্রতিরোধ গড়তে পারেনি দুইয়ে থাকা বরুশিয়া ডর্টমুন্ড। ঘরের মাঠে ৩-১ গোলের জয় শিরোপা উল্লাস করেছে বায়ার্ন মিউনিখ। সমান ৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থেকে রানার্সাপ হবার পথে বরুশিয়া ডর্টমুন্ড।
২০১২-১৩ মৌসুম থেকে শুরু করে সর্বশেষ দশ আসরেই লিগ শিরোপা নিজেদের করে নিল বায়ার্ন মিউনিখ। এ নিয়ে ৩২তম বারের মত জার্মান লিগ শিরোপা ঘরে তুললো বাভারিয়ানরা।
লাঁওসের বিপক্ষে ঘরের মাঠে শনিবার রাতে ১-১ গোলে ড্র করেছে মাওরিসিও পচেত্তিনোর দল। শিরোপা নিশ্চিত করতে এখানে হার এড়ালেই চলত পিএসজির।
ম্যাচের ৬৮ তম মিনিটে নেইমারের পাস ডি-বক্সের বাইরে পেয়ে বাঁ পায়ের ট্রেডমার্ক শটে ওপরের কোণা দিয়ে ঠিকানা খুঁজে নেনে সাতবার ব্যালন ডি’র জয়ী লিওনেল মেসি।
পিএসজি গত মৌসুমে লিলের কাছে শিরোপা হারানো পিএসজি আবার ফিরে পেল মুকুট। ফ্রান্সের শীর্ষ লিগে মার্সেই ও সাঁত এতিয়েনের সবচেয়ে বেশি ১০ শিরোপা জয়ের রেকর্ডও স্পর্শ করল তারা।