ব্রাজিলের সঙ্গে খেলতে চায় না আর্জেন্টিনা!
গেল বছর সেপ্টেম্বরে সুপার ক্লাসিকোতে মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে করোনা বিধিনিষেধ ভাঙায় আর্জেন্টিনার চার খেলোয়াড়কে ধরতে মাঠে ঢুকে পড়েন ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। ৭ মিনিট চলার পর ম্যাচটি বাতিল করে দেয় ফিফা। সেই ম্যাচটি পুনরায় আয়োজনের কথা থাকলেও তাতে অনাগ্রহ প্রকাশ করেছে আর্জেন্টিনা। তবে, কঠোর অবস্থানে ফিফা।
আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আপত্তি জানালে তা রক্ষা করেনি বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফা জানিয়েছে, আগামী সেপ্টেম্বরেই ম্যাচটি খেলতে হবে। তবে ম্যাচের ভেন্যু বদলে যেতে পারে।
এদিকে আগামী জুন মাসের ১১ তারিখ অস্ট্রেলিয়ার বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) এক প্রীতি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে এই দুই পরশক্তির। তবে এই মুহুর্তে সেই ম্যাচ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
মূলত পহেলা জুন লন্ডনে ইউরোজয়ী দল ইতালির বিপক্ষে বিশেষ ম্যাচে মাঠে নামবে কোপাজয়ী আর্জেন্টিনা। এই ম্যাচের পর আর্জেন্টাইন খেলোয়াড়দের বিশ্রাম দিতে চায় কোচ লিওনেল স্কালোনি। কিন্তু ব্রাজিলের বিপক্ষে ম্যাচ হলে বিশ্রাম পাবে না খেলোয়াড়রা। এসব কারণ বিবেচনায় ম্যাচটি খেলতে চাচ্ছেনা দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।