সন্তান হারানোর শোক কাটিয়ে মাঠে নামছেন রোনালদো
ক’দিন আগে হারিয়েছেন সদ্যজাত পুত্র সন্তান। সন্তান হারানোর শোক কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শনিবার আর্সেনালের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামা হবে ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা ফুটবলারের।
রোনালদোর মাঠে ফেরার বার্তা দিয়ে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ রাংনিক বলেন, ‘ক্রিস্টিয়ানো আমাদের সঙ্গে অনুশীলন করেছে এবং সে আবারও ম্যাচ খেলতে প্রস্তুত।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার নবজাতক যমজ সন্তানের মধ্যে ছেলেকে হারানোর দুঃসংবাদ জানান রোনালদো। স্বাভাবিকভাবেই পরদিন লিভারপুলের বিপক্ষে ম্যাচে ছিলেন না তিনি।
রোনালদো বিহীন অ্যানফিল্ডের ম্যাচটিতে ৪-০ গোলে উড়ে যায় রাংনিকের দল। ওই হারে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ায় পড়েছে শঙ্কা।
লিগে রেড ডেভিলদের অবস্থান ছয়ে। তিন পয়েন্ট বেশি নিয়ে তাদের ওপরেই আছে আর্সেনাল। এবার এগিয়ে যাওয়ার মিশনে আর্সেনালের মাঠে আতিথ্য নেবে ম্যানচেস্টার ইউনাইটেড।