হঠাৎ লাল বলের ক্রিকেটে মোহাম্মদ আমির
মাত্র ২৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো পর, ২০১৯ সালের পর থেকে প্রথম শ্রেণির ক্রিকেটও খেলা হয়নি মোহাম্মদ আমিরের। তবে চমক দেখিয়ে হঠাৎ লাল বলের ক্রিকেটে ফিরলেন পাকিস্তানের বাঁহাতি এই পেসার। ইংলিশ কাউন্টি ক্লাব গ্লুচেস্টারশায়ারের হয়ে আবারও সাদা পোশাকের ক্রিকেটে মোহাম্মদ আমির।
শুক্রবার ক্রীড়া বিষয়ক গণমাধ্যম ইএসপিএন জানিয়েছে, গ্লুচেস্টারশায়ারের হয়ে তিনটি ম্যাচ খেলবেন আমির। মূলত চোটে পড়া পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহের জায়গায় তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। কাঁধের চোটে পড়েছেন নাসিম। এক মাসের জন্য তাকে থাকতে হবে মাঠের বাইরে।
২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছর নিষিদ্ধ হওয়া আমির আবারও ইংল্যান্ডের মাটিতে ফিরতে পেরে উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘কাউন্টি চ্যাম্পিয়নশিপ দারুণ একটি প্রতিযোগিতা। গ্লুচেস্টারশায়ারের হয়ে মাঠে নামতে তর সইছে না আমার।’
আমির যোগ করেন, ‘আমি ইংলিশ কন্ডিশনে খেলতে ভালোবাসি। আমি খুব ভালো অনুভব করছি। আশা করছি দলের হয়ে ভালো পারফর্মও করতে পারব।’