ম্যান ইউকে গুড়িয়ে দিল লিভারপুল, ইতালিয়ান কাপের ফাইনালে ইন্টার
ইংলিশ প্রিমিয়ার লিগে রোনালদো বিহীন ম্যানচেষ্টার ইউনাইটেডকে গুড়িয়ে দিল লিভারপুল। সালাহ নৈপুণ্য এক হালি গোল হজম করেছে ম্যান ইউ। অন্যদিকে, ১১ বছর পর এসি মিলানকে হারিয়ে ইতালিয়ান কাপের ফাইনালে ওঠার আনন্দে ভাসছে ইন্টার মিলান। সঙ্গে অষ্টম শিরোপা জয়ের সুযোগ হাতছানি দিচ্ছে তাদের।
অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে প্রিমিয়ার লিগে ম্যাচজুড়ে আধিপত্য ধরে রেখে ৪-০ গোলে জিতেছে লিভারপুল। সালাহ জোড়া গোল ছাড়া জালের দেখা পেয়েছেন দলটির আক্রমণত্রয়ীর বাকি দুজনও, লুইস দিয়াস ও সাদিও মানে।
দলের সেরা তারকাকে ছাড়া ইউনাইটেড পারল না ন্যুনতম লড়াইটুকুও করতে। চ্যাম্পিয়ন্স লিগের আগোমী আসরে তাদের খেলার সম্ভাবনাও আরও মিইয়ে গেল।
এই জয়ে শীর্ষে ওঠা লিভারপুলের ৩২ ম্যাচে ২৩ জয় ও সাত ড্রয়ে পয়েন্ট হলো ৭৬। এক ম্যাচ কম খেলা সিটির পয়েন্ট ৭৪। ৬২ পয়েন্ট নিয়ে তিনে চেলসি। ৩২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে টটেনহ্যাম। ৩১ ম্যাচ খেলা আর্সেনালের সমান ৫৪ পয়েন্ট ম্যানচেস্টার ইউনাইটেডের।

অন্যদিকে, সান সিরোয় মঙ্গলবার রাতে সেমি-ফাইনালের ফিরতি লেগে ৩-০ গোলে জিতেছে সিমোনে ইনজাগির দল। বদলি নামার মিনিট তিনেক পর দলের তৃতীয় গোলটি করেন রবিন গোসেন্স। গত মার্চে দুই দলের প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।
শুরুর দিকে দারুণ ভলিতে ইন্টার মিলানকে এগিয়ে নিলেন লাউতারো মার্তিনেস। প্রথমার্ধেই এই আর্জেন্টাইন ফরোয়ার্ড দ্বিগুণ করলেন ব্যবধান। বদলি নামার তিন মিনিটের মধ্যে জালের দেখা পেলেন রবিন গোসেন্স। প্রতিযোগিতার পাঁচবারের চ্যাম্পিয়ন এসি মিলান সবশেষ ফাইনাল খেলেছিল ২০১৮ সালে। সবশেষ শিরোপা স্বাদ পেয়েছিল আরও আগে, ২০০৩ সালে। শিরোপার প্রতীক্ষা আরও বাড়ল তাদের।
১১ বছর পর ফাইনালে ওঠার আনন্দের সঙ্গে অষ্টম শিরোপা জয়ের সুযোগ হাতছানি দিচ্ছে তাদেরকে। ৩৩ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এসি মিলান। এক ম্যাচ কম খেলা ইন্টার ৬৯ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।