আবাহনীকে হারিয়ে এএফসি কাপে মোহনবাগান
এএফসি কাপে প্রিলিমিনারি পর্বের প্লে অফ ম্যাচে মোহনবাগানের বিপক্ষে ৩-১ গোলে হারলো ঢাকা আবাহনী। উইলিয়ামসের দুরন্ত হ্যাট্রিকে আকাশি-নীল জার্সিধারীদের উড়িয়ে এএফপি কাপের মূল পর্বে এটিকে মোহনবাগান।
মঙ্গলবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মোহনবাগান। যার ফলস্বরূপ ম্যাচের ৬ মিনিটের মাথায় ডেভিড উলিয়ামসের গোলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। প্রথমার্ধে সেইভাবে সুযোগই গড়ে তুলতে পারেনি আবাহনী।
ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য বজায় রেখে আবাহনী রক্ষণে একের পর এক আক্রমণ গড়ে তোলে এটিকে মোহনবাগান। এরপর বিরতিতে যাওয়ার আগে আরও একটি গোল পায় মোহনবাগান। ম্যাচের, দলের এবং নিজের দ্বিতীয় গোলটিও করেন অজি তারকা উইলিয়ামস। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
এরপর ছন্দে ফেরার চেষ্টা দ্বিতীয়ার্ধে শুরু থেকেই ধীরে ধীরে নিজেদের গুছিয়ে মোহনবাগানের রক্ষণে চেপে ধরতে থাকে মারিও লেমোসের শিষ্যরা। যার ফলাফল মেলে কয়েক মিনিটের মাথায়। ম্যাচের ৬১ মিনিটে কমান ড্যানিয়েল কলিন্ড্রেসের গোলে ব্যবধান কমে আবাহনীর।
তবে ম্যাচের ৮১ মিনিটে অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড ডেভিড উইলিয়ামসের হ্যাট্রিকে ঘুরে দাঁড়ানোর আশা ভেস্তে যায় আবাহনীর। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এ জয়ে আগামী মে মাসে ‘ডি’ গ্রুপে বসুন্ধরা কিংস, গোকুলাম কেরালা, মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাবের সঙ্গে যোগ দেবে এটিকে মোহনবাগান। এর আগে ২০১৭ সালে এএফসি কাপের বাছাই পর্বে মোহনবাগানের কাছে একই ম্যাঠে ৩-১ গোলে হেরেছিলো আবাহনী।