যুবাদের নিয়ে পাকিস্তানে আয়োজন হচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগ
রমিজ রাজা যেন পাকিস্তান ক্রিকেটে ত্রাতা হয়ে এসেছেন। তার প্রশাসনিক দক্ষতায় একের পর এক চমকে বদলে যাচ্ছে পাকিস্তানের ক্রিকেট অবকাঠামো। ঝাঁকঝমক পূর্ণ পিএসএল আয়োজন করার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবার প্রথমবারের মতো জুনিয়র ক্রিকেটারদের নিয়ে আয়োজন করতে যাচ্ছে ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট পাকিস্তান জুনিয়র লিগ (পিজেএল)।
এবছরের অক্টোবরে মাঠে গড়াবে পিজেএলের প্রথম আসর। পুরো বিশ্বে এটিই প্রথম কোন জুনিয়র ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট। ১৫ থেকে ১৯ বছর বয়সী ক্রিকেটার এই টুর্নামেন্টে খেলতে পারবে। ৫ দলের এই টুর্নামেন্টে খেলোয়াড় নিতে হবে প্লেয়ার্স ড্রাফট থেকে। ডাগআউটে থাকবে খ্যাতিমান কোচরা।
ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে রমিজ রাজা বলেন,’ জুনিয়রদের নিয়ে এই আয়োজনের মানে হলো তাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব তৈরী করে দেয়া এবং পেশাদারিত্বের সুযোগ করে দেয়া। তাদের কোচ,মেন্টর হিসেবে থাকবেন আন্তর্জাতিক তারকা ক্রিকেটাররা’।
পিএসএলের গেল আসরে যেভাবে স্পন্সরদের ছড়াছড়ি ও উন্নতমানের ব্রডকাস্টিং হয়েছিল এই টুর্নামেন্টও সেভাবে আয়োজন করতে যাচ্ছে পিসিবি। ফ্রাঞ্চাইজি মালিক হতে পিএসএলের ফ্র্যাঞ্চাইজি গুলো আগে প্রাধান্য পাবে। পিএসএলের ফ্রাঞ্চাইজিরা আগ্রহী না হলে নতুন ফ্রাঞ্চাইজিদের সুযোগ দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড।