দিনশেষে স্বস্তিতে বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন বোলারদের নৈপুণ্যে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। প্রথম দিনশেষে স্বাগতিক দলের সংগ্রহ ৫ উইকেটে ২৭৮ রান।উইকেটে আছেন উইয়ান মালডার। তিনি রানে খাতা খোলেননি। তার সঙ্গী কাইল ভেরেইন অপরাজিত ১০ রানে।
পোর্ট এলিজাবেথে টসে হেরে বোলিংয়ে দিনের শুরুটা দেখে বোঝা যায়নি বাংলাদেশ এতটা ভালোভাবে দিনের শেষটা ভালোভাবে করবে। প্রথম সেশনে টাইগার বোলারদের ছন্দহীন বোলিংয়ের সুযোগে রানের পাহাড়ের দিকে এগিয়ে যেতে থাকে দ.আফ্রিকা।
স্বাগতিক অধিনায়ক ডিন এলগার ফিফটি তুলে বাংলাদেশের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়ান। দ্বিতীয় সেশনে ফিফটি তুলে নেন কিগান পিটারসেন। এলগার করেন ৭০ রান। বিপজ্জনক হয়ে ওঠা পিটারসেনকে ৬৪ রানে মাঠছাড়া করেন তাইজুল।
দিনের শেষ সেশনের সুযোগ ভালোভাবে কাজে লাগান তাইজুল। প্রথম দিনের শেষ আধাঘণ্টা দারুণ চাপ সৃষ্টি করেন বাংলাদেশের বোলাররা। তবে ৫ উইকেটের বেশি দেননি দ.আফ্রিকা। অপরাজিত থেকে প্যাভিলিয়নে ফেরেন মালডার ও ভেরেইন।
বাংলাদেশের পক্ষে সেরা বোলার ছিলেন তাইজুল। বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ৩২ ওভার বল করেছেন এ স্পিনার। ৭৭ রানে নিয়েছেন ৩ উইকেট। পেসার খালেদ আহমেদ ৫৯ রান দিয়ে নেন ২ উইকেট।
দ্বিতীয় টেস্ট :
স্কোরবোর্ড :
টস : দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা (১ম দিন) : ২৭৮/৫ (৯০ ওভার)
এলগার ৭০, বাভুমা ৬৭, পিটারসেন ৬৪, রিকেলটন ৪২, ভেরেইন্নে ১০*,
তাইজুল ৭৭/৩, খালেদ ৫৯/২