পিএসজির বড় জয়, গোল পেলেন মেসি-এমবাপ্পে-নেইমার
পিএসজিকে লিগ শিরোপা পুনরুদ্ধারে আরো একধাপ এগিয়ে নিল মেসি-এমবাপ্পে-নেইমার ত্রয়ী। লরিয়েঁকের বিরুদ্ধে ৫-১ গোলের বড় জয় পেয়েছে তারা। অন্যদিকে, পেদ্রির একমাত্র গোলে টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকা সেভিয়াকে থামাল বার্সা। আর বিতর্কিত এক পেনাল্টিতে জুভেন্টাসকে হারিয়ে কষ্টার্জিত জয় পেল ইন্টার মিলান।
রোববার রাতে ঘরের মাঠে লিগ ওয়ানের ম্যাচটিতে ঝলক দেখান কিলিয়ান এমবাপ্পে। পেলেন গোলের দেখা৷ গোল করালেন সতীর্থ মেসি-নেইমারকেও। এমবাপ্পে জোড়া গোল করার পাশাপাশি দুই সতীর্থের তিনটি গোলেই অবদান রাখেন তিনি। নেইমারও করেছেন দুটি গোল। মেসি করেছেন একটি। এবারের লিগ ওয়ানে ১৬ ম্যাচ খেলে নেইমারের গোল হলো ৭টি। ৩০ ম্যাচে ২১ জয় ও পাঁচ ড্রয়ে পিএসজির পয়েন্ট ৬৮। সমান ম্যাচে ১২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে মার্সেই।
লা লিগার ম্যাচে রোববার রাতে ১-০ গোলে জিতেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা। ম্যাচের দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন পেদ্রি। রিয়াল মাদ্রিদকে ৪-০ ব্যবধানে হারানোর পর এদিনই প্রথম মাঠে নামে বার্সোলোনা। ম্যাচে ধারাবাহিক আক্রমণ করে যাওয়া বার্সেলোনা ৭২তম মিনিটে ভাঙতে পারে সফরকারীদের প্রতিরোধ।
৩০ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে কার্লো আনচেলত্তির দল। ৫৭ পয়েন্ট করে নিয়ে গোল পার্থক্যে যথাক্রমে পরের তিনটি স্থানে বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ ও সেভিয়া।
অন্যদিকে,ম্যাচ জুড়ে দাপট দেখাল জুভেন্টাস। একের পর এক আক্রমণ, প্রতি আক্রমণে মিলানের রক্ষনে হামলা চালান। কিন্তু চেষ হাসিটা হাসলো ইন্টার মিলান। মিলানের জয়সূচক গোলটি আসল বিতর্কিত এক পেনাল্টি থেকে। ঘরের মাঠে রোববার রাতে সেরি আর ম্যাচে খেলার ধারার বিপরীতে হাকান কালহানোগ্লুর একমাত্র গোলে জিতেছে ইন্টার।
৩০ ম্যাচে ২০ জয় ও ৬ ড্রয়ে এসি মিলানের পয়েন্ট ৬৬। মিলানের সমান ৩০ ম্যাচে ৬৩ পয়েন্ট ইন্টার মিলানের। জুভেন্টাসের পয়েন্ট ৩১ ম্যাচে ৫৯।