হার্ট অ্যাটাকের ২৮৭ দিন পর ফিরেই গোল এরিকসেনের
মাঠেই হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ২৮৭ দিন পর অবশেষে আবার জাতীয় দলে ফিরেছেন ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসেন। আর মাঠে ফেরাটা রাঙিয়েছেন গোল করে।
যদিও এই ম্যাচে তার দল জিতে রাঙ্গাতে পারলেন পারলেন না এরিকসেনের প্রত্যাবর্তনকে। নেদারল্যান্ডের কাছে ৪-২ গোলে হেরেছে ড্যানিশরা। কিন্তু এরিকসেনের জন্য ম্যাচটি রঙিন হয়েই থাকার কথা।
2mins after coming on as a sub to represent Denmark again, he scores a beauty. Things you REALLY ❤️ to see. https://t.co/T1S6AkSmrk
— FIFA.com (@FIFAcom) March 26, 2022
ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলি হয়ে মাঠে নামেন এরিকসেন। অবশ্য ততক্ষনে তার দল পিছিয়ে রয়েছে ৩-১ গোলে। মাঠে নামার ২ মিনিটের মধ্যেই একটি গোল করেন তিনি। ফলে খেলার ব্যবধান কমে দাঁড়ায় ৩-২। কিন্তু ডেনমার্ক কাঙ্খিত তৃতীয় গোলটি না পেলেও আরেকটি গোল করে খেলায় জয় নিশ্চিত করে ডাচরা।
গত জুনে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে কোপেনহেগেনে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠে লুটিয়ে পড়েন এরিকসেন। মাঠেই তাকে দেওয়া হয় সিপিআর। দীর্ঘক্ষণ চিকিৎসা দেওয়ার পর নেওয়া হয় হাসপাতালে।