ইতিহাস গড়তে মাঠে নামছে টাইগাররা
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে একটি করে জয় তুলে নিয়েছে দু’দল। তাই তৃতীয় ও শেষ ওয়ানডেতে সিরিজ জয় করতে সেঞ্চুরিয়নে লড়াইয়ে নামবে তারা। সিরিজ নির্ধারণী এই ম্যাচটি মাঠে গড়াচ্ছে আজ (২৩ মার্চ) বুধবার বিকেল ৫ টায়।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরিয়নে ৩৮ রানের জয় তুলে নিয়ে ইতিহাস গড়ে টাইগাররা। সিরিজের ২য় ম্যাচে ‘পিংক ওয়ানডে’ ৭ উইকেটের বড় জয় তুলে নিয়ে ১-১ সমতায় আনে প্রোটিয়ারা। ফলে সেঞ্চুরিয়নে আজ হাইভোল্টেজ ম্যাচে সিরিজের শেষ ম্যাচে জিতে ইতিহাস নিজেদের নামে লিখাতে চাইবে টাইগাররা। অন্যদিকে,নিজেদের রাজত্বে অন্যদের শাসন করতে দিতে চাইবে না প্রোটিয়ারা।
বাংলাদেশ -দ.আফ্রিকার মধ্যকার এই ম্যাচটি বিকেল ৫ টায় সরাসরি উপভোগ করতে পারবে জিটিভি ও টি-স্পোর্টসের পর্দায়।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন কুমার দাস, তামিম ইকবাল(অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।