জোটার জোড়া গোলে লিভারপুলের টানা ‘পাঁচ’
ইংলিশ প্রিমিয়ার লিগে সালাহর ফেরার ম্যাচে লেস্টার সিটিকে ২-০ গোলে হারাল লিভারপুল। পর্তুগিজ ফরোয়ার্ড ডিয়েগো জোটার জোড়া গোলে ইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান কমিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।
এর আগে লিগে লেস্টারের বিপক্ষে টানা দুই হারের পর অ্যানফিল্ডে বৃহস্পতিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে শুরু থেকেই আক্রমণ করে লিভারপুল। যার ফলস্বরূপ, ম্যাচের ১৯তম মিনিটে প্রথম ভালো সুযোগ আসে লিভারপুলের ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের সামনে। এই ইংলিশ ডিফেন্ডারের জোরাল শটে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান কাসপের স্মাইকেল।
এরপর একের পর এক আক্রমণে অধিপত্য দেখালো লিভারপুল। ম্যাচের ৩৪ মিনিটে এগিয়ে যায় ডিয়েগো জোটার গোলে। প্রথমার্ধ ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরেই লেস্টারের উপর চড়াও হয়ে খেলে লিভারপুল। দ্বিতীয়ার্ধে সালাহ আর মিডফিল্ডার হার্ভি এলিয়ট নামানোর পর আক্রমণের আরও ধার বাড়ায় ইয়ুর্গেন ক্লপের শীর্ষরা। এরপর ৭৫ মিনিটে গোলের সুবর্ন সুযোগ নষ্ট করেন মোহাম্মদ সালাহ। আফ্রিকান নেশনস কাপের ফাইনালে হারা এই মিসরীয় ফরোয়ার্ডের শট ফিরিয়ে দেন স্মাইকেল।
নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে নিজের দ্বিতীয় গোলে জয় প্রায় নিশ্চিত করেন জোটা। কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি সফরকারীরা। ডি-বক্সে জোয়েল মাতিপের পাসে জটার শট স্মাইকেলের হাতে লেগে জালে জড়ায়।
এ জয়ে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলেল দুইয়ে আছে লিভারপুল। এক ম্যাচ বেশি খেলে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। আর ২৬ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে লেস্টার সিটি।