পদত্যাগ করলেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ থেকে পদত্যাগ করলেন অ্যাশওয়েল প্রিন্স। এমনটাই জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ভিত্তিক নিউজ পোর্টাল ‘ইন্ডিপেন্ডেন্ট (আইওএল)’।
গত কয়েকদিন আগে থেকে বাংলাদেশের নতুন ব্যাটিং পরামর্শক হিসেবে জেমি সিডন্সের আগমনের পর থেকেই ভাবা হচ্ছিল, যেকোনো সময় চাকরি চলে যেতে পারে প্রিন্সের। যদিও বিসিবির তরফে বারবার আশ্বস্ত করা হয়, ব্যাটিং কোচ হিসেবে প্রিন্সই থাকছেন। তবে সে থাকা আর বেশি দিন স্থায়ী হলো না।
অ্যাশওয়েল এর পদত্যাগের বিষয়ে ইন্ডিপেন্ডেন্ট জানায়, ‘বাংলাদেশ দলে সদ্য নিয়োগ পাওয়া ব্যাটিং কোচ জেমি সিডন্সের সঙ্গে পদের সাংঘর্ষিকতা এবং পরিবারকে আরও বেশি সময় দেয়ার জন্য পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।’
এর আগে ২০২১ সালের জুলাইয়ে ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসেন অ্যাশওয়েল প্রিন্স। দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৬টি টেস্ট, ৫২টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলা প্রিন্সের সঙ্গে বিসিবির চুক্তি ছিল আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। তার আগেই বিদায় নিতে চাইলেন প্রোটিয়া কোচ।