রিয়ালকে নিয়ে এখন ভাবছেন না এমবাপ্পে
আগামী জুনে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে কিলিয়ান এমবাপ্পের। আর এরইমধ্যেই গুঞ্জন ছড়িয়েছে স্প্যানিশ ক্লাব রিয়ালই হতে যাচ্ছে নাকি এমবাপ্পের পরবর্তী ক্লাব। সম্প্রতি জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ডের’ দাবি ইতিমধ্যে রিয়ালের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছেন নাকি ২৩ বছর বয়সী এই ফুটবলার।
চলতি মাসে চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬-তে পিএসজির প্রতিপক্ষ রিয়াল। এমন ম্যাচের আগে, যখন চুক্তি আলোচনা তুঙ্গে, তখন স্পেনের ক্লাবটির সঙ্গে পরিকল্পনা ও দলবদলের বিষয়াদি বার্নাব্যুতে পাকাপাকি করেই ফিরবেন কিনা এমবাপ্পে— এমন প্রশ্ন পুরো ফুটবল পাড়া জুড়ে।
তবে এবার বিয়াল বিষয় নিয়ে মুখ খুললেন ফরাসি এই তারকা। তিনি বলেন, ‘আমি এখন শুধু মাদ্রিদকে হারানোর দিকে মনোনিবেশ করছি, এরপর দেখব কি হয়। আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। এমনকি মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি যদি পরিস্থিতিতে বদল আনে এবং যদিও আমি চাইলেই এখন যা ইচ্ছে করতে পারি, তারপরও এই ধরনের কিছু আমি করব না। আমি কোনো প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে কথা বলব না।’
আগামী ১৫ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬ এর প্রথম লেগ অনুষ্ঠিত হবে পিএসজির মাঠে। এরপর ফিরতি পর্ব রিয়ালের মাঠে হবে, ৯ মার্চ।