খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪

ছয়ে থেকে যুব বিশ্বকাপ মিশন শেষ বাংলাদেশের

0

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে গেলো বাংলাদেশ। টাইগার যুবাদের দেয়া ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২১ বল বাকি রেখে জয় নিশ্চিত করে পাকিস্তান।

ওয়েস্ট ইন্ডিজের কলেজ ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রাকিবুল হাসানের দল। ২৩ রানের মাথায় মাহফিজুল, নাবিল ও আইচ মোল্লাহকে হারালে দল বিপর্যয়ে পড়ে। এমন ভরাডুবি থেকে দলকে একাই টেনে আনেন আরিফুল ইসলাম।

উইকেট যাওয়া-আসার বিপরীতে ১১৯ বলে শতক পূরণ করে সাজঘরে ফেরেন এই ব্যাটার। তার কল্যাণে ১৭৫ রান তুলতে সমর্থ হয় টাইগার যুবরা। বল হাতে তিনটি করে উইকেট নেন পাকিস্তানের দুই বোলার আইয়াস আলি ও মেহরান মুমতাজ।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করে পাকিস্তান। উদ্বোধনী জুটিতেই আসে বড় স্কোর। দলীয় ৭৬ রানে মুহাম্মদ শেহজাদ ৩৬ করে বিদায় নিলে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার মিশনে ব্যাট চালাতে থাকেন হাসিবুল্লাহ খান, সাথে নেন ইরফান খানকে।

৭৯ বলে হাসিবুল্লাহর বিদায়ের পর ইরফানের ২৪, আবদুল ফাসিহের ২২ রানে ভর করে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙ্গর করে পাকিস্তান। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেয় রাকিবুল। আর একটি উইকেট পায় নাইমুর রহমান।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy